সংবাদ বিজ্ঞপ্তি: নাগরিক ঐক্যের উপদেষ্টা নারায়ণগঞ্জ – ৫ আসনের সাবেক সাংসদ ও ২০১৮ সালে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঐক্যফ্রন্টের মনোনীত প্রার্থী এস এম আকরামের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক এড. সাখাওয়াত হোসেন খান ও সদস্য সচিব এড. আবু আল ইউসুফ খান টিপু।
এক শোক বার্তায় তারা সাবেক সাংসদ এস এম আকরামের মৃত্যুতে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির পক্ষ থেকে গভীর শোক ও মরহুমের বিদেহী আত্মার রুছের মাগফেরাত কামনা এবং শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি। দোয়া করি আল্লাহ যেন তার জীবনের সকল ভুলত্রুটি ও গুনা মাফ করে তাকে জান্নাতুল ফেরদাউস দান করুন, আমিন।
এছাড়াও আরও শোক প্রকাশ করেছেন নারায়ণগঞ্জ সদর থানা বিএনপির সভাপতি মাসুদ রানা, সাধারণ সম্পাদক এড. এইচ এম আনোয়ার প্রধান, বন্দর থানা বিএনপির সভাপতি শাহেনশাহ আহম্মেদ, বন্দর উপজেলা বিএনপি’র সভাপতি মাজহারুল ইসলাম হিরণ ও সাধারণ সম্পাদকের হারুন উর রশীদ লিটন। সোমবার (১৬ ডিসেম্বর) বিকেল ৩ টায় ঢাকার একটি বেসরকারি হাসপাতালে শেষ নি:শ্বাস ত্যাগ করেন তিনি।
পারিবারিক সূত্রে জানা যায়, এস. এম আখরমের প্রথম জানাজা গুলশান আজাদ মসজিদে অনুষ্ঠিত হয়েছে। দ্বিতীয় জানাজা নামাজ আগামীকাল মঙ্গলবার সকালে ১০ টায় নারায়ণগঞ্জের থানারপুকুর জামে মসজিদে অনুষ্ঠিত হবে। আর তৃতীয় জানাজা জোহর নামাজের পর নারায়ণগঞ্জের আলিনগর জামে মসজিদে অনুষ্ঠিত হবে। উল্লেখ্য, ১৯৯৬ সালের সপ্তম জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়নে সংসদ সদস্য নির্বাচিত হন। সর্বশেষ ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় ঐক্যফ্রন্ট থেকে নাগরিক ঐক্যের হয়ে তিনি ধানের শীষ প্রতীক নিয়ে লড়াই করে পরাজিত হন।