কেন্দ্রীয় সম্মেলনে না:গঞ্জ পূজা পরিষদের বিশাল শোডাউন
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কেন্দ্রীয় কমিটির দ্বি-বার্ষিক সম্মেলনে বিশাল শোডাউন করে যোগদান করেছে নারায়ণগঞ্জ জেলা ও মহানগর পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ। শনিবার (১৬ মার্চ) সকাল দশটায় ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে এই সম্মেলনের আয়োজন করা হয়।
বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সভাপতি জেএল ভৌমিকর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক অধ্যাপক ড. চন্দ্রনাথ পোদ্দারের সঞ্চালনায় অনুষ্ঠিত দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এমপি।
সম্মেলন উদ্বোধন করেন বাংলাদেশে ভারতের হাইকমিশনার প্রণয় কুমার ভার্মা। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার, স্বাস্থ্যমন্ত্রী সামন্ত লাল সেন ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী কুজেন্দ্র লাল ত্রিপুরা।
এদিন সকালে নারায়ণগঞ্জ জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সাংবাদিক শংকর কুমার দে, সাধারণ সম্পাদক শিখণ সরকার শিপন, নারায়ণগঞ্জ মহানগর পূজা উদযাপন পরিষদের সভাপতি বিষ্ণুপদ সাহা ও সাধারণ সম্পাদক সুশীল দাসের নেতৃত্বে নারায়ণগঞ্জ জেলা ও মহানগর পূজা উদযাপন পরিষদের আওতাধীন বিভিন্ন উপজেলা, থানা ও ইউনিয়নের কয়েক হাজার নেতাকর্মী রাজধানীর শ্রী শ্রী ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে অনুষ্ঠিত সম্মেলনে যোগদান করেন।
এসময়ে নারায়ণগঞ্জ জেলা ও মহানগর পূজা উদযাপন পরিষদের নেতা-কর্মীরা ব্যানার ফেস্টুনে সু-সজ্জিত হয়ে শ্লোগানে শ্লোগানে মুখরিত করে তোলেন পুরো সম্মেলন।
এদিকে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কেন্দ্রীয় কমিটির দ্বি- বার্ষিক সম্মেলনে যোগদান করতে সকাল থেকেই নারায়ণগঞ্জ জেলা ও মহানগর পূজা উদযাপন পরিষদের আওতাধীন বিভিন্ন উপজেলা, থানা ও ইউনিয়নের নেতৃবৃন্দরা নারায়ণগঞ্জ শহরের উকিল পাড়া এসে জড়ো হয়। পরে বেশ কয়েকটি দোতলা বাসে করে সম্মেলনস্থল রাজধানীর শ্রী শ্রী ঢাকেশ্বরী জাতীয় মন্দিরের উদ্দেশ্যে যাত্রা শুরু করেন। এছাড়াও ফতুল্লা, সিদ্ধিরগঞ্জ, বন্দর, সোনারগাঁ, আড়াইহাজার ও রূপগঞ্জ থেকে নেতাকর্মীরা বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের দ্বিবার্ষিক সম্মেলনে যোগ দেয়। পরে তারা বিশাল মিছিল নিয়ে মূল কর্মসূচিতে অংশ নেয়।
এসময়ে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সাংবাদিক শংকর কুমার দে, সাধারণ সম্পাদক শিখণ সরকার শিপন, নারায়ণগঞ্জ মহানগর পূজা উদযাপন পরিষদের সভাপতি বিষ্ণুপদ সাহা, সাধারণ সম্পাদক সুশীল দাস, সহ- সভাপতি সাংবাদিক উত্তম সাহা, জেলা পূজা উদযাপন পরিষদের সহ- সভাপতি তিলোত্তমা দাস, যুগ্ম সাধারণ সম্পাদক শ্যামল বিশ্বাস, অশোক দাস, শোভন দাস, মনিকা শীল, কোষাধ্যক্ষ শান্তি দাস, প্রচার সম্পাদক তপন গোপ সাধু, দপ্তর সম্পাদক অভিরাজ সেন সজল, সহ- প্রচার সম্পাদক তারক দাস, সদস্য লক্ষণ বিশ্বাস, বিপ্লব সাহা, বিজয় দাস, রাজিব রায় রাজু, ভক্ত দাস, ভোলানাথ সাহা বিজয়, অনুপম সরকার, মহানগর পূজা উদযাপন পরিষদের সহ- সভাপতি হিমাদ্রি সাহা হিমু, রতন পোদ্দার, যুগ্ম সাধারণ সম্পাদক শংকর রায়, সাংগঠনিক সম্পাদক কৃষ্ণ আচার্য, সহ- সাংগঠনিক সম্পাদক সঞ্চয় কুমার দাস, কোষাধ্যক্ষ তপন ধর, সদস্য রাজিব দাস ভৌমিক, প্রচার সম্পাদক রিপন ঘোষ, সিদ্ধিরগঞ্জ থানা পূজা উদযাপন পরিষদের সভাপতি শিশির ঘোষ অমর, সাধারণ সম্পাদক খোকন বর্মন, সহ সাংগঠনিক রিপন রুদ্র, বন্দর উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক শ্যামল বিশ্বাস, সাংগঠনিক সম্পাদক রিপন দাস, সোনারগাঁ উপজেলা পূজা উদযাপন পরিষদের লোকনাথ দত্ত, সাধারণ সম্পাদক এড. প্রদীপ ভৌমিক, ফতুল্লা থানা পূজা উদযাপন পরিষদের সভাপতি প্রদীপ মন্ডল, সাধারণ সম্পাদক শিবু দাস, রূপগঞ্জ উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি গনেশ পাল, সাধারণ সম্পাদক সংগ্ৰাম দাস রানা, আড়াইহাজার উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি হারাধন চন্দ্র দে, সাধারণ সম্পাদক বিপ্লব ভৌমিক, মহানগর যুব পরিষদের আহ্বায়ক শ্রী সঞ্জিত কুমার, সদস্য সচিব পলাশ চন্দ্র রায়, সদস্য সুদীপ দাস সুদীপ্ত, আকাশ সাহাসহ জেলা ও মহানগর পূজা উদযাপন পরিষদের বিভিন্ন ইউনিট কমিটির নেতৃবৃন্দ।