নারায়ণগঞ্জ মেইল: ৯০ এর স্বৈরাচারী বিরোধী আন্দোলনে পুলিশের গুলিতে নিহত শহীদ রবিউল এর ৩৩ তম মৃত্যুবার্ষিকীতে শহীদের কবর জিয়ারত ও ফাতেহা পাঠ করা হয়েছেন নেতাকর্মীরা।
শুক্রবার (১ ডিসেম্বর) বাদ আসর নারায়ণগঞ্জ মাসদাইর কেন্দ্রীয় কবরস্থানে শহীদ রবিউলের কবর জিয়ারত করেন নারায়ণগঞ্জ বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ বিভিন্ন স্তরের নেতা কর্মীরা।
এ সময় শহীদ রবিউলের আত্মার মাগফেরাত কামনা করে মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দোয়া ও মোনাজাত করা হয়।
উল্লেখ্য, ১৯৯০ সালে মাত্র ১৪ বছর বয়সে স্বৈরাচার বিরোধী আন্দোলনে ২নং রেল গেট এলাকায় গুলিবিদ্ধ হয় রবিউল। বাবা আনোয়ার হোসেন ও মা মরিয়ম বেগমের ৩ ছেলে ও ২ মেয়ের মধ্যে রবিউল ছিলেন বড় সন্তান। সেসময় রবিউল পেশায় দর্জি শ্রমিক ছিলেন।