নারায়ণগঞ্জ মেইল: সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উদযাপিত হবে আগামী ৬ সেপ্টেম্বর। শুভ জন্মাষ্টমীর আয়োজন সফল করতে প্রস্তুতিমূলক মতবিনিময় সভা করেছে নারায়ণগঞ্জ জেলা ও মহানগর পূজা উদযাপন পরিষদ শুক্রবার (১৮ আগস্ট) বিকেলে চাষাড়ার গোপাল জিউর মন্দিরে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এ সময় বিভিন্ন মন্দির থেকে আগত প্রতিনিধিগণ শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উদযাপনের বিষয়ে নেতৃবৃন্দের সাথে খোলামেলা আলোচনা করেন এবং পূজা উদযাপন পরিষদ নেতৃবৃন্দ তাদেরকে দিকনির্দেশনা মূলক বক্তব্য প্রদান করেন। বিশেষ করে শুভ জন্মাষ্টমীর শোভাযাত্রা সুশৃংখল ও বর্ণাঢ্য করতে প্রয়োজনীয় সকল ব্যবস্থা গ্রহণের আশ্বাস প্রদান করেন দায়িত্বপ্রাপ্ত নেতৃবৃন্দ। সকলের সাথে সমন্বয় করে অতীতের মত এবারও জাঁকজমকপূর্ণভাবে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উদযাপিত হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তারা।
নারায়ণগঞ্জ জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সাংবাদিক শংকর কুমার দে’র সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক শিখন সরকার শিপনের সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠিত আয়োজনে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর পূজা উদযাপন পরিষদের সভাপতি বিষ্ণুপদ সাহা, সাধারণ সম্পাদক সুশীল দাস, জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক রনজিৎ মন্ডল, পূজা পরিষদ নেতা সাংবাদিক উত্তম কুমার সাহা, ফতুল্লা থানা পূজা উদযাপন পরিষদের সভাপতি প্রদীপ মন্ডল, সাধারণ সম্পাদক শিবু দাস, সিদ্ধিরগঞ্জ থানা পূজা উদযাপন পরিষদের সভাপতি শিশির ঘোষ অমর, বন্দর উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক শ্যামল বিশ্বাস, সোনারগাঁ উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক এড. প্রদীপ ভৌমিক, সিদ্ধিরগঞ্জের সাধারণ সম্পাদক খোকন বর্মন, সহ- সভাপতি দুলাল দাস, যুগ্ম সম্পাদক রিপন রুদ্র, পূজা পরিষদ নেতা গনেশ সাহা, শংকর কুমার দাস, তপন গোপ সাধু, কৃষ্ণ আচার্য, তপন দে, পংকজ রায়, বিধু হালদার, সুজন বিশ্বাস, অভিরাজ সেন, বিক্রম দাস, তিলোত্তমা দাস, চঞ্চলা বর্মন প্রমুখ।