সেলিম ওসমানের জম্মদিনে জেলা আইনজীবী সমিতির দোয়া

নারায়ণগঞ্জ মেইল: নারায়ণগঞ্জ- ৫ আসনের সাংসদ ও বিকেএমইএর সভাপতি বীর মুক্তিযোদ্ধা একেএম সেলিম ওসমানের জম্মদিন উপলক্ষে নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার ( ২৬ জুলাই ) বাদ জোহর নারায়ণগঞ্জ আইনজীবী সমিতির ডিজিটাল বার ভবন মসজিদ প্রাঙ্গণে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এসময়ে সাংসদ একেএম সেলিম ওসমান সু- স্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে মোনাজাত পরিচালনা করা হয়।

নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির সভাপতি এড. হাসান ফেরদৌস জুয়েলের সভাপতিত্বে দোয়া মাহফিলে আরও উপস্থিত ছিলেন সিনিয়র আইনজীবী এড. হুমায়ূন কবির, জেলা আইনজীবী সমিতির সিনিয়র সহ-সভাপতি এড. আলাউদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক এড. রবিউল আমীন রনি, সহ-সভাপতি এড. সুবাস বিশ্বাস, যুগ্ম সাধারণ সম্পাদক এড. মাহমুদুল হক মমিন, কোষাধ্যক্ষ এড. আবুল বাশার রুবেল, আপ্যায়ণ সম্পাদক এড. মো. স্বপন ভূঁইয়া, লাইব্রেরী সম্পাদক এড. হাছিব উল হাছান রনি, ক্রীড়া সম্পাদক এড. সোহেল আজাদ, সমাজ সেবা সম্পাদক এড. মো. রাশেদ ভূঁইয়া, আইন ও মানবাধিকার সম্পাদক এড. আব্দুল মান্নান, কার্যকরী সদস্য- এড. এরশাদুজ্জামান ইমন,এড. হোসেন আহম্মদ, এড. মেরাজ সরকার প্রমুখ।

নারায়ণগঞ্জ মেইলে এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

সর্বশেষ