নারায়ণগঞ্জ মেইল: নারায়ণগঞ্জ-৫ আসনের প্রয়াত সাংসদ বীর মুক্তিযোদ্ধা একেএম নাসিম ওসমানের ৮ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ফতুল্লা থানাধীন গাবতলী এলাকায় মিলাদ ও দোয়া মাাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৯ এপ্রিল) বাদ জুমা স্থানীয় সমাজ সেবক ও সাবেক ফুটবলার মনির হোসেনের উদ্যোগে গাবতলী বাইতুল আজিজ জামে মসজিদ ও দারুস সালাত জামে মসজিদে এ আয়োজন করা হয়। এছাড়াও স্থানীয় একটি মাদ্রাসার শিক্ষার্থীদের জন্যে ইফতারের আয়োজন করা হয়।
এ সময় প্রয়াত সাংসদের বিদেহী আত্মার মাগফেরাত কামনায় দোয়া ও মোনাজাত করা হয়।