২৪ ঘন্টায় না:গঞ্জে দুইজনের মৃত্যু, আক্রান্ত ১০৮

নারায়ণগঞ্জ মেইল: নারায়ণগঞ্জে গত ২৪ ঘন্টায় করোনা ভাইরাসে আক্রান্ত শনাক্ত করা হয়েছে ১০৮ জনকে এবং এ সময়ে মৃত্যু হয়েছে ২ জনের। বৃহস্পতিবার (২২ এপ্রিল) নারায়ণগঞ্জের স্বাস্থ্য বিভাগ বিষয়টি নিশ্চিত করেছে।

স্বাস্থ্য বিভাগের দেওয়া তথ্য মতে, গত ২৪ ঘন্টায় করোনা ভাইরাসে আক্রান্ত শনাক্ত করা হয়েছে ১০৮ জনকে, এ সময়ে মৃত্যু হয়েছে ২ জনের। এ পর্যন্ত জেলায় মোট আক্রান্তের সংখ্যা ১২ হাজার ৪৭০ জন, এর মধ্যে সুস্থ হয়েছেন ১০ হাজার ৪৭৭ জন আর মারা গেছেন ২০৫ জন।

নারায়ণগঞ্জ মেইলে এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

সর্বশেষ