মধ্যাঞ্চলে বন্যার অবনতি, উত্তর-পূর্বাঞ্চলে উন্নতি

আগামী ২ দিন দেশের উত্তর ও পূর্বাঞ্চলে বন্যা পরিস্থিতির উন্নতি অব্যাহত থাকতে পারে।

ভারতের পূর্বাঞ্চলে বৃষ্টিপাত কমে যাওয়ায় এমন আশা দেখছেন বিশেষজ্ঞরা। তবে উজান থেকে পানি নেমে আসায় দেশের মধ্যাঞ্চলে চাপ বেড়েছে। এতে এ অঞ্চলের বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে।

বিভিন্ন জায়গায় ত্রাণের আশায় পথ চেয়ে থাকেন বানভাসি মানুষ। কোনো ত্রাণসামাগ্রী পাচ্ছেন না তারা। বেসরকারি কোনো সংস্থা বা ব্যক্তিগত উদ্যোগে ত্রাণ বিতরণ করা হচ্ছে না। সরকারি যে ত্রাণ দেয়া হচ্ছে, তা প্রয়োজনের তুলনায় অপ্রতুল।

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ীতে বন্যার পানির তোড়ে ব্রিজের অ্যাপ্রোচ বিলীন হয়ে গেছে। বন্যার পানি অস্বাভাবিকভাবে বৃদ্ধির ফলে অনেক জায়গায় যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়েছে। ফলে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে বন্যাকবলিত মানুষকে।

বাড়িতে পানি ওঠায় প্রাণিসম্পদ নিয়ে চরম বিপাকে পড়েছেন কৃষক। জামালপুরের দেওয়ানগঞ্জে বন্যার পানিতে ডুবে এক মুক্তিযোদ্ধা ও সিরাজগঞ্জের চৌহালীতে এক শিশুর মৃত্যু হয়েছে।

কুড়িগ্রামের রৌমারী ও রাজিবপুর উপজেলা চত্বরে হাঁটুপানি পানি জমেছে। জেলার নিম্নাঞ্চলে চলমান বন্যা পরিস্থিতির অবনতি হতে পারে। যুগান্তর ব্যুরো, স্টাফ রিপোর্টার ও প্রতিনিধিদের পাঠানো খবর-

টঙ্গীবাড়ী (মুন্সীগঞ্জ) : মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ীতে বন্যার পানির তোড়ে দুটি ব্রিজের অ্যাপ্রোচের একাংশ বিলীন হয়ে যোগাযোগ বন্ধ হয়েছে।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

নারায়ণগঞ্জ মেইলে এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

সর্বশেষ