দক্ষিণ জালকুড়িতে কৃষকদল নেতা সবুজ বেপরোয়া

নারায়ণগঞ্জ মেইল: নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ৯নং ওয়ার্ডের দক্ষিণ জালকুড়ি এলাকায় বেপরোয়া হয়ে উঠেছে মহানগর কৃষকদলের যুগ্ম সাধারণ সম্পাদক সবুজ। দক্ষিণ জালকুড়ি এলাকায় বাড়ি নিমার্ণ করতে গেলেই সবুজ চাঁদা দাবী করে। নয়তো তার কাছ থেকে বেশি দামে ইট, বালু সিমেন্টসহ নির্মাণ সামগ্র নিতে চাপ প্রয়োগ করেন। এনিয়ে বেশ কয়েকজন বাড়ি মালিকদের সাথে ঝামেলা হয়েছে সবুজের।

নাম না প্রকাশের শর্তে একাধিক ভুক্তভোগী জানান, গত ৫ আগস্ট আওয়ামীলীগ সরকার পতনের পর বেপরোয়া হয়ে উঠেছে সবুজ। জোরপূর্বক নির্মাণ সামগ্রী বিক্রি, অবৈধ গ্যাস লাইন সরবরাহ, মাদক ব্যবসা, চাঁদাবাজীসহ নানা অপকর্ম করে বেড়াচ্ছে। সবুজের বিরুদ্ধে কথা বললেই বিভিন্ন ভাবে হুমকি দিচ্ছে আমাদের। বাড়ি নিমার্ণ করলেই তার কাছ থেকেই সামগ্রী নেয়ার চাপ দেয়া হয়। সামগ্রী না নিলে নির্দিষ্ট পরিমান টাকা চাঁদা দাবী করে (ভুক্তভোগীর কল রেকর্ড সংগ্রহে আছে)।

সবুজের সহযোগী শামীম ও রাসেলসহ বেশ কয়েজন দক্ষিণ জালকুড়ি এলাকায় চাঁদাবাজী ও মাদক ব্যবসায় নিয়ন্ত্রন করছেন। শামীম ও রাসেল এক সময় আওয়ামীলীগের রাজনীতির সাথে জড়িত থাকলেও সবুজের আশ্রয়ে এখনো বহাল তবিয়তে রয়েছে। সবুজের বিরুদ্ধে ব্যবস্থা নিতে স্থানীয় বিএনপির নেতাদের প্রতি অনুরোধ করেছেন ভুক্তভোগী।

নারায়ণগঞ্জ মেইলে এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

সর্বশেষ