ময়লা ফেললো আরিফ মন্ডল, পরিষ্কার করলো রনি

নারায়ণগঞ্জ মেইল: নারায়ণগঞ্জের ফতুল্লা থানাধীন কাশীপুরের কাইল্যানী খাল পরিষ্কারকে কেন্দ্র করে ফের আলোচনায় এসেছে কাশীপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আরিফ মন্ডল। যার বিরুদ্ধে মাদক ব্যবসা, জমি দখল, জোর করে ইট-বালু ব্যবসা, চাঁদাবাজী, মামলা বাণিজ্যসহ নানা অভিযোগ রয়েছে। এবার আরিফের বিরুদ্ধে টাকার বিনিময়ে সিটি কর্পোরেশনের ময়লা খালে ফেলে ভরাট করার অভিযোগ করেছেন স্থানীয়রা।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিও ছড়িয়ে পড়ার পর দীর্ঘদিন ধরে ময়লা-আবর্জনায় রুদ্ধ থাকা ফতুল্লার কাশীপুরের কাইল্যানী খাল পরিষ্কার কার্যক্রম শুরু হয়েছে শুক্রবার থেকে।

কাশীপুরবাসীর জলাবদ্ধতা নিরসন ও জনদুর্ভোগ কমাতে এই উদ্যােগ নিয়েছেন নারায়ণগঞ্জ জেলা যুবদলের সদস্য সচিব মশিউর রহমান রনি। স্বেচ্ছাসেবী সংগঠন বিডি ক্লিনের সহযোগিতায় শুক্রবার (১৭ অক্টোবর) সকালে রনির নেতৃত্বে খাল পরিষ্কার অভিযান শুরু করেন যুবদল নেতাকর্মীরা।

স্থানীয়রা জানান, কাশিপুর ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক আরিফ মন্ডলের তত্ত্বাবধানে ৫ আগস্টের পর থেকে প্রতিদিন সিটি কর্পোরেশনের প্রায় দুইশ গাড়ি ময়লা ফেলা হতো কাইল্যানি খালে। প্রতি গাড়ি থেকে মাসে ১০ থেকে ১২ হাজার করে টাকা আদায় করা হতো আর এই পুরো টাকা আরিফ মন্ডলের পকেটে যেতো।

এসব বিষয় জানাজানি হয়ে যাওয়ার পর গত কয়েকদিন ধরেই সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে আরিফ মন্ডলকে নিয়ে সমালোচনা চলছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনার পর টনক নড়ে প্রশাসনের এবং সম্প্রতি ময়লা ফেলার স্থানে সাইনবোর্ড লাগিয়ে ছিলো উপজেলা প্রশাসন। কিন্তু একদিন পরই সাইনবোর্ড সরিয়ে ফের ময়লা ফেলা শুরু করেন আরিফ মন্ডল।

এব্যাপারে বেশ কয়েকবার আরিফ মন্ডলে সাথে কথা হয় এই প্রতিবেদকের। ময়লা ফেলা বন্ধের আশ্বাস দিলেও তিনি তা বাস্তবায়ন করেননি। (কল রেকর্ড সংগ্রহে আছে)।

আরিফ মন্ডলের এমন কাণ্ডে শুক্রবার স্থানীরা প্রকাশ্যেই বলেন, আরিফ কাশীপুরের সন্তান হয়েও তার এমন কাণ্ডে কাশীপুরের অসংখ্য মানুষ ডেঙ্গু ও চিকনগুনিয়ায় আক্রান্ত হয়েছে। ডেঙ্গুতে কাশীপুরের অসংখ্য মানুষ মারা গেছে। অথচ কাশীপুরের সন্তান না হয়েও আমাদের দুর্ভোগ কমাতে খাল পরিষ্কার করে দিলেন মশিউর রহমান রনি। এসময় স্থানীয়রা রনীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

নারায়ণগঞ্জ মেইলে এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

সর্বশেষ