নারায়ণগঞ্জ মেইল: নারায়ণগঞ্জের অভিজাত শ্রেণীর দুটি ক্লাবকে মাদকের আখড়া হিসেবে উল্লেখ করেছেন বাংলাদেশ জামায়তে ইসলামীর কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য ও নারায়ণগঞ্জ-৫ আসনের দলীয় প্রার্থী মাওলানা মঈনউদ্দিন আহমেদ। জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভায় তিনি বলেন, নারায়ণগঞ্জে আইন-শৃঙ্খলা বাহিনীর চোখের সামনে প্রকাশ্যে মাদক কেনাবেচা ও সেবনের আখড়ায় পরিণত হয়েছে নারায়ণগঞ্জ ক্লাব ও ইউনাইটেড ক্লাব। রবিবার (১৪ সেপ্টেম্বর) সকালে নারায়ণগঞ্জের জেলা প্রশাসকের কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়।
এ সময় তিনি অভিযোগ করে বলেন, নারায়ণগঞ্জ ক্লাব ও ইউনাইটেড ক্লাব মাদকের আখড়ায় পরিণত হয়েছে। নারায়ণগঞ্জকে মাদকমুক্ত করতে হলে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি রাজনৈতিক নেতৃবৃন্দকেও অগ্রণী ভূমিকা পালন করতে হবে।
তিনি আরো বলেন, মাদকের স্পটগুলোকে চিহ্নিত করে অভিযান পরিচালনা করতে হবে। নারায়ণগঞ্জ ক্লাব ও উনাইটেড ক্লাবসহ কিছু প্রতিষ্ঠান আছে যেগুলোতে প্রতিনিয়তই মাদক সেবন এবং মাদক পাচার কাজে ব্যবহার হয়। আইনশৃঙ্খলা বাহিনী যদি এই বিশেষ প্রতিষ্ঠানগুলোকে নজরদারির আওতায় আনতে পারে তাহলেই নারায়ণগঞ্জকে মাদক মুক্ত করা সম্ভব হবে বলে আমি মনে করি।
নারায়ণগঞ্জের জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আইন-শৃঙ্খলা কমিটির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।