নারায়ণগঞ্জ মেইল: শহরের মেট্রোহল এলাকায় সুজন (১৮) নামে এক যুবককে কুপিয়ে আহত করেছে কিশোর গ্যাংয়ের সদস্যরা। আহত সুজন খানপুর হাসপাতালে চিকিৎসা শেষে নারায়ণগঞ্জ সদর মডেল থানায় অভিযোগ দিয়েছে।
সূত্র জানায়, রবিবার রাতে আমি তাজিয়া মিছিল দেখতে মেট্রোহলের মোড়ের সামনে গেলে পাপ্পু নামে এক কিশোর গ্যাংয়ের সদস্যের সাথে ধাক্কা লাগে। এনিয়ে কথা কাটাকাটি হলে পাপ্পুর সহযোগী ইমন, জয়, সবুজ, তফিকুলসহ সন্ত্রাসীরা আমার উপর হামলা চালিয়ে আহত করেছে।
এব্যাপারে নারায়ণগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাছির আহাম্মেদ জানান, আহত যুবক রাতে থাকায় এসেছিল। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।