ফতুল্লায় পুলিশের অভিযানে আত্মগোঁপনে কিশোর গ্যাং লিডাররা

নারায়ণগঞ্জ মেইল: নারায়ণগঞ্জের ফতুল্লায় বিভিন্ন পাড়া-মহল্লায় বেপরোয়া হয়ে উঠেছিল কিশোর গ্যাংয়ের সন্ত্রাসীরা। ধারালো অস্ত্র হাতে দল বেঁধে চলা, পথিমধ্যে প্রকাশ্যে কাউকে কুপিয়ে জখম করা তাদের কাছে স্বাভাবিক বিষয় হয়ে দাঁড়িয়েছিল। গ্যাংয়ের সদস্যরা আধিপত্য বিস্তার করতে প্রকাশ্যে অস্ত্র হাতে মহড়া দিত এসকল অপরাধীরা।

কিন্তু সম্প্রতি কিশোর অপরাধ নিয়ন্ত্রনে বিশেষ অভিযান পরিচালনা করছে ফতুল্লা থানা পুলিশ। গত এক মাসে প্রায় অর্ধশতাধিক কিশোর গ্যাং ও দুর্ধর্ষ সন্ত্রাসীকে গ্রেফতার করেছে ফতুল্লা থানা পুলিশ। যার ফলে ফতুল্লার বিভিন্ন এলাকায় কিশোর গ্যাংয়ের উৎপাত কিছুটা কমেছে। পুলিশের ভয়ে কিশোর গ্যাং লিডাররা এখন আত্মগোপনে রয়েছে।

জানাগেছে, সম্প্রতি দেওভোগ বাঁশমুলি এলাকায় রাজু, আফজাল ও সালু বাহিনী ব্যাপক তাÐব চালিয়েছিল। টানা তিনদিনের সংঘর্ষে কয়েকশ বাড়িঘর ভাংচূর করেছিল সন্ত্রাসীরা। পরবর্তিতে এলাকার আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে বিশেষ অভিযানে নামেন ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রিজাউল হক দিপু। অভিযানে তিন গ্রæপের অন্তত ১৫ জনকে গ্রেফতার করে পুলিশ। গ্রেফতারের ভয়ে বাকিরা আত্মগোপনে রয়েছে । যারফলে দীর্ঘদিন পর এলাকাবাসী স্বস্তিতে দিন কাটাচ্ছেন।
এছাড়াও ফতুল্লার ইসদাইর, মাসদাইর, পাগলা, মুসলিমনগর, তক্কার মাঠসহ বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে কিশোর গ্যাং লিডারদের গ্রেফতার করেছে পুলিশ।

সাধারণ মানুষ বলছেন, দিন দিন কিশোর অপরাধীরা ভয়ঙ্কর রূপ নিচ্ছে। তাই পুলিশের এই অভিযানকে অব্যাহত রাখার দাবী জানিয়েছেন সাধারণ মানুষ। একই সাথে ফতুল্লার মত পুরো নারায়ণগঞ্জ জেলাতে কিশোর অপরাধ নিয়ন্ত্রণে জেলা পুলিশ সুপারের প্রতি আহবান জানিয়েছেন।

অপরাধ বিশ্লেষকরা বলছেন, কিশোর অপরাধ বর্তমানে ভয়ঙ্কর আকারে রূপ নিয়েছে। এখনই কিশোর অপরাধ নিয়ন্ত্রণ সম্ভব না হলে আগামীতে নারায়ণগঞ্জ শহরে কিশোর গ্যাংয়ের উৎপাত বেড়ে যাবে।

নারায়ণগঞ্জ মেইলে এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

সর্বশেষ