নারায়ণগঞ্জ মেইল: নারায়ণগঞ্জের সদর থানাধীন শীতলক্ষ্যা এলাকায় চলাচলের রাস্তা বন্ধ করে ভবন নির্মাণের অভিযোগ উঠেছে। এ বিষয়ে রাজধানী উন্নয়ন কতৃপক্ষ (রাজউক) বরাবর লিখিত অভিযোগ দায়ের করেছেন এসএম রানা গং।
অভিযোগের বাদী এসএম রানা, আরিফ হোসেন, পৃজন, মো: সোহান ও তাজউদ্দিন উল্লেখ করেন, নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা বাপ্পি চত্বর এলাকায় আমার বাড়ির পাশের জমির মালিক সাইদ হাসান গং (আরএস ৩১,৩২) বেআইনীভাবে জনগনের চলাচলের রাস্তা বন্ধ করে সেই রাস্তায় তাদের ইমারত নির্মাণ করছে। এমতাবস্থায় তাদের ইমারত নির্মাণ সম্পন্ন হলে আমাদেরসহ সাধারণ মানুষের চলাচলের অনেক সমস্যা সৃষ্টি হবে। এই রাস্তার বিষয়ে হাইকোর্টে বিবাদির বিপক্ষে রায় দেয়া হয়েছে। বিবাদী হাইকোর্টের রায় অমান্য করে ইমারত নির্মাণ কাজ চালিয়ে যাচ্ছে। অতএব উক্ত বিষয়ে তদন্ত সাপেক্ষে ইমারত নির্মাণ কাজ বন্ধ রাখার বিষয়ে ব্যবস্থা গ্রহনে আপনার মর্জি হ