নারায়ণগঞ্জ মেইল: নারায়ণগঞ্জের সদর থানাধীণ তল্লা এলাকায় বেপরোয়া হয়ে উঠেছে কিশোর গ্যাং। ১৫ থেকে ২২ বছরের উঠতি বয়সের এসব বখাটে ছেলেদের অত্যাচারে অতিষ্ঠ হয়ে পরেছে এলাকাবাসী। ইভটিজিং থেকে শুরু করে সন্ধ্যার পরে চুরি ছিনতাইসহ নানা অপরাধ কর্মকান্ড ঘটিয়েই চলেছে তারা। আর তাই এদের অত্যাচার থেকে রক্ষা পেতে প্রশাসনের আশু হস্তক্ষেপ কামনা করেছেন তারা।
সরেজমিনে এলাকায় গিয়ে জানা যায়, নগরীর তল্লা এলাকার জাফর মিয়ার ৪তলা বিল্ডং থেকে কাজলের ঔষধের দোকান পর্যন্ত এলাকায় উঠতি বয়সের বখে যাওয়া কিছু কিশোর রীতিমতো অপরাধের স্বর্গরাজ্য বানিয়ে রেখেছে। এলাকায় বেশ কয়েকটি বড় বড় গার্মেন্টস প্রতিষ্ঠান থাকায় এখানে একটা বিশাল অংশ শ্রমিক শ্রেণির বাস। আর এসব শ্রমিকরাই ঐসব কিশোর গ্যাংয়ের প্রধাণ টার্গেট। শ্রমিকদের আসা যাওয়ার টাইমে তারা নারী শ্রমিকদের নানা ভাবে ইভটিজিং করে থাকে।
তাছাড়া রাতের অন্ধকারে শ্রমিকদের কাছ থেকে টাকা মোবাইল ছিনিয়ে নেয় এসব কিশোর অপরাধীরা। তাছাড়া এলাকায় মাদক বিক্রি ও সেবনের অভয়াশ্রম গড়ে তুলেছে তারা। নানা এলাকা থেকে নেশাখোররা মাদক কিনতে ও সেবন করতে এখানে এসে থাকে। এতে করে এলাকার পরিবেশ ণষ্ট হচ্ছে এবং উঠতি প্রজন্ম ধ্বংসের দিকে যাচ্ছে বলে অভিমত স্থানীয়দের। তাই এ এলাকায় অতি দ্রুত প্রশাসনের বিশেষ নজরদারীর দাবি জানিয়েছেন তারা।