জিকুর মাদক ব্যবসায় বাধা দেওয়ায় হুমকি, থানায় অভিযোগ

  1. মাদক ব্যাবসা সহ বিভিন্ন অনৈতিক কাজে বাঁধা দেওয়ায় মোঃ কোরবান আলীকে মিথ্যা মামলায় ফাঁসিয়ে দেওয়া ও প্রান নাশের হুমকি দেয় মাদক ব্যবসায়ী মাহতাবউদ্দিন জিকু। এ বিষয়ে নারায়ণগঞ্জ মডেল থানায় অভিযোগ দায়ের করা হয়।

অভিযোগে উল্লেখ করা হয়,আমি মােঃ কোরবান
আলী (৩৪), পিতা-মিজবাউদ্দিন, সাং-আমলাপাড়া কেবি শাহ রােড, থানা ও জেলা-নারায়ণগঞ্জ থানায় হাজির হয়ে ১। মাহতাব উদ্দিন জিকু (৩০), পিতা-নূর উদ্দিন,সাং- আমলাপাড়া কেবি শাহ রোড , থানা ও জেলা-নারায়ণগঞ্জ এর বিরুদ্ধে এই মর্মে সাধারন ডায়েরী আবেদন করছি যে, উক্ত বিবাদী এলাকায় বিভিন্ন সময় বিভিন্ন ধরনের অপরাধ
মূলক কর্মকান্ড করে বেড়ায়। আমি সহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ বিবাদীর অপরাধ মূলক
কর্মকান্ডে ব্যথা প্রদান করলে, বিবাদী আমাকে বিভিন্ন ধরনের হুমকি ধামকি দিতাে। গত ইং
০৮/০৬/২০২০ রাত অনুমান ৯টায় আমার বাসায়
অবস্থান থাকাকালীন সময়ে বিবাদী তার ব্যবহৃত ফোন নাম্বার ০১ ৬৭২-৪৫৩২২৪ হইতে আমার
ব্যবহৃত ফোন নাম্বার ০১৯১৫-১১৭৮৩ নাম্বারে ফোন করে আমাকে অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং খুন জখমের হুমকি সহ মাদক দ্রব্য দিয়ে আমাকে পুলিশ ধরিয়ে দেওয়ার হুমকি ধামকি দেয়। বিবাদী খারাপ প্রকৃতির লােক,সে যেকোন সময় আমারা বড় ধরনের ক্ষতি করতে পারে বিধায় উল্লেখিত ঘটনার বিষয়ে ভবিষ্যতের জন্য সাধারন ডায়েরী করা
প্রয়োজন।

মোঃ কোরবান আলী জানায়,কিছুদিন আগে ঐ এলাকায় জিকুর প্রতিপক্ষ মাদক ব্যবসায়ীর সাথে জিকুর একটা গন্ডগোল হয়,এই সুযোগে জিকু কোরবান আলীকে পূর্ব শত্রুতার জের ধরে যে কোন ক্ষতি সাধন করতে পারে বলে কোরবান আলীর ধারনা

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

নারায়ণগঞ্জ মেইলে এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

সর্বশেষ