শ্রেষ্ঠত্ব ধরে রেখেছেন ফতুল্লার ওসি

নারায়ণগঞ্জ মেইল: গত ৯ মার্চ ফতুল্লা মডেল থানার অফিসার্স ইনচার্জ (ওসি) হিসেবে যোগদান করেছিলেন রকিবুজ্জামান। এর আগে ওসি রকিবুজ্জামান মানিকগঞ্জ জেলার সিংগাইর থানার ওসি দায়িত্ব ছিলেন। ফতুল্লা থানায় যোগদানের পূর্বে মানিকগঞ্জ জেলার সাত থানার মধ্যে শ্রেষ্ঠ অফিসার্স ইনচার্জ হয়েছিলেন সিংগাইর থানার ওসি রকিবুজ্জামান।

ফতুল্লায় যোগদানের প্রথম দিনে তিনি জানিয়েছিলেন শ্রেষ্ঠত্ব ধরে রাখবেন। তারই ধারাবাহিগতায় এবার নারায়ণগঞ্জ জেলা শ্রেষ্ঠ অফিসার্স ইনচার্জ হিসেবে সম্মাননা পেয়েছেন রকিবুজ্জামান।

বুধবার পুলিশ লাইন্সে অপরাধ সভায় জেলা পুলিশ সুপার জায়েদুল আলম তাকে সম্মাননা স্মারক ও পুরষ্কার তুলে দিয়েছেন। এসময় জেলা পুলিশের উর্র্ধতন কর্তৃপক্ষ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, সম্প্রতি ফতুল্লায় যে কয়টি হত্যাকান্ডের ঘটনা ঘটেছে সেই প্রতিটি মামলার আসামী গ্রেফতার হয়েছে। ফতুল্লায় পৃথক দুটি এলাকায় মিশুক চালককে হত্যা করে মিশুক ছিনিয়ে নিয়েগিয়েছিল অজ্ঞাত আসামীরা। দুটি হত্যা মামলায় পাঁচ আসামী গ্রেফতারসহ ছয়টি মিশুক উদ্ধার করতে সক্ষম হয়েছে ফতুল্লা থানা পুলিশ।
চাষাড়া রেল স্টেষন সংলগ্ন মাদক ব্যবসার আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষে নিহত রাজমিস্ত্রী রুবেল হত্যা মামলায় এপর্যন্ত ১৪ জন আসামীকে গ্রেফতার করেছে ফতুল্লা থানা পুলিশ। শুধু হত্যাকান্ডই নয়, ধর্ষণ কিংবা মারামারি যে কোন বিষয়ই তৎক্ষনিক ব্যবস্থা নিয়ে আসামীদের গ্রেফতার করে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রেখেছেন ফতুল্লার ওসি। একই সাথে মাদক উদ্ধারে ফতুল্লায় চলছে বিশেষ অভিযান।

জেলার সাত থানার মধ্যে ফতুল্লা মডেল থানায় সবচেয়ে বেশি ওয়ারেন্ট তামিল হয়েছে। সর্বশেষ একটি চুরির ঘটনায় মামলায় মাত্র আড়াই ঘন্টায় আদালতে চার্জশিট প্রদান করে রেকর্ড করেছেন ফতুল্লার ওসি।। এতো অল্প সময়ে কোন থানা পুলিশ আদালতে চার্জশিট প্রদান করতে পারেনি।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

নারায়ণগঞ্জ মেইলে এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

সর্বশেষ