এড. রহিমা খাতুনের মৃত্যুতে ব্যাচ-১৮ আইনজীবীদের শোক

নারায়ণগঞ্জ মেইল: নারায়ণগঞ্জ জজ কোর্টের তরুণ আইনজীবী মোসাঃ রহিমা খাতুন নিপা ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন। শনিবার (২০ মার্চ ) দিবাগত রাত ১২.৩০ মিনিটে মৃত্যুবরন করেন তিনি।

তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন নারায়নগঞ্জ জেলা আইনজীবী সমিতির ২০১৮ ব্যাচের তরুণ আইনজীবীগন।

এক শোক বার্তায় তারা মরহুমার বিদেহী আত্মার শান্তি কামনা করেন এবং পাশাপাশি শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

এড. রহিমা খাতুনের মৃত্যুতে নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির পক্ষ থেকে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। সকল আইনজীবীদের মেসেজের মাধ্যমে দোয়া ও মিলাদ মাহফিলের কথা জানিয়ে দেয়া হয়। মেসেজটি হুবহু তুলে ধরা হলো —

বিজ্ঞ আইনজীবী,
মোসাঃ রহিমা খাতুন (আইডি -১৩৮০) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি…রাজিউন)। তাঁর বিদেহী আত্মার মাগফেরাত কামনা করি। আগামী ২১/০৩/২১ রোজ রবিবার আদালত এর সকল কার্যক্রম বন্ধ থাকিবে।

শোক সভা ও দোয়া বেলা- ১১ টায় নতুন বার ভবনের নীচতলায় অনুষ্ঠিত হবে।

এড. মোঃ মাহবুবুর রহমান
সাধারণ সম্পাদক

নারায়ণগঞ্জ মেইলে এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

সর্বশেষ