নারায়ণগঞ্জ মেইল: আসন্ন জেলা আইনজীবী সমিতির নির্বাচন উপলক্ষে নির্বাচনের দিন সার্বিক পরিস্থিতি সুষ্ঠ স্বাভাবিক রাখতে নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ’র কাছে লিখিত আবেদন করেছেন বিএনপির আইনজীবীরা। বৃহস্পতিবার ২১ জানুয়ারি দুপুরে জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এড. সাখাওয়াত হোসেন খানের নেতৃত্বে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে এ বিষয়ে একটি লিখিত আবেদন জমা দিয়েছেন তারা। জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ আইনজীবী নেতাদের আশ্বস্ত করেছেন এবং সুষ্ঠ নির্বাচন অনুষ্ঠানে সকল প্রকার সহযোগিতার আশ্বাস দেন।
এ সময় এড. সাখাওয়াত হোসেন খান জেলা প্রশাসককে বলেন, আপনি আমাদের প্রশাসনিক অভিভাবক। আপনার কাছে আমরা দল মত নির্বিশেষে একটি নিরপেক্ষ ভূমিকা প্রত্যাশা করি। আইনজীবীরা যাতে নির্ভয়ে তাদের ভোটাধীকার প্রয়োগ করতে পারে এবং নির্বাচনকে যাতে কেউ প্রভাবিত করতে না পারে সে বিষয়ে আপনার সহযোগিতা কামনা করছি।
জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ আইনজীবীদের আশ্বস্ত করে বলেন, নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানে জেলা প্রশাসনের সর্বাত্মক সহযোগিতা থাকবে।
আবেদনপত্রে কি লেখা ছিলো জানতে চাইলে জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সাধারণ সম্পাদক এড. আবুল কালাম আজাদ জাকির জানান, নির্বাচনের দিন সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রনে রাখতে আমরা দুইজন নির্বাহী ম্যাজিষ্ট্রেটের নেতৃত্বে একটি দল সার্বক্ষনিকভাবে নিয়োজিত রাখার আবেদন জানিয়েছি। সেইসাথে নির্বাচনের আগে আইনজীবীদের নানাভাবে হুমকি প্রদান করা হয় বলেও জানিয়েছি এবং এ বিষয়ে ব্যবস্থা গ্রহনের আবেদন জানিয়েছি। তাছাড়া আইনজীবীদের নির্বাচনে বহিরাগতদের প্রভাব বিস্তারের বিষয়ে ব্যবস্থা নিতেও আমরা অনুরোধ জানিয়েছি।
এসময় প্রার্থীদের সাথে আরো উপস্থিত ছিলেন সিনিয়র আইনজীবী এডভোকেট নবী হোসেন, এড. সামসুজ্জামান খোকা, এড. রফিকুল ইসলাম, এড. আজিজুর রহমান মোল্লা, এড. রকিবুল হাসান শিমুল, এড. কাজী আ: গাফফার, এড. মাহমুদুল হক আলমগীর, এড. আ: সামাদ আজাদ, এড. নুরুল আমিন মাসুম, এড. নজরুল ইসলাম মাসুম, এড. আল আমিন সিদ্ধিকী, জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সিনিয়র সহ-সভাপতি অ্যাডভোকেট আজিজুল হক হান্টু, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবুল কালাম আজাদ জাকির, যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট এইচএম আনোয়ার প্রধান, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট ওমর ফারুক নয়ন, আইনজীবী ফোরাম নেতা এড. শেখ আনজুম আহমেদ রিফাত, এড. ফজলুর রহমান ফাহিম, এড. আবু আল ইউসুফ খান টিপুসহ বিএনপিপন্থী কয়েকশ আইনজীবী।
বিএনপি সমর্থীত জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য ফ্রন্ট এর প্রার্থীরা হলেন সভাপতি পদে সরকার হুমায়ুন কবীর, সিনিয়র সহ সভাপতি এড. মানিক মিয়া, সহ সভাপতি এড. আনোয়ারুল আলম রিপন, সাধারণ সম্পাদক এড. কামাল হোসেন মোল্লা, যুগ্ম সম্পাদক এড. সালাহউদ্দিন ভূইয়া সবুজ, কোষাধ্যক্ষ জাহিদুল ইসলাম মুক্তা, আপ্যায়ন সম্পাদক জাহিদুর রহমান, লাইব্রেরী সম্পাদক এড. মোহসীন মিয়া, ত্রীড়া সম্পাদক গোলাম সারোয়ার, সাহিত্য সংস্কৃতি বিষয়ক সম্পাদক এড. সারোয়ার জাহান, সমাজ সেবা সম্পাদক আসমা হেলেন বিথি, আইন ও মানবাধীকার বিষয়ক সম্পাদক আমিনুল ইসলাম।
কার্যকরী সদস্য পদে প্রতিদ্বন্দ্বীতা করছেন মোস্তাফিজুর রহমান শুক্কুর মাহমুদ, হাবিবুর রহমান, আসিয়া সুলতানা জেমী, হাফিজুর রহমান মাসুদ ও জামান হোসেন।
প্রসঙ্গত, আগামী ২৮ জানুয়ারী অনুষ্ঠিতব্য জেলা আইনজীবী সমিতি নির্বাচনের তফসিল অনুযায়ী ১১ জানুয়ারি থেকে ১৩ জানুয়ারি পর্যন্ত সকাল ১১টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত মনোনয়ন পত্র সংগহ ও দাখিল করতে পারবেন প্র্রার্থীরা। ১৪ জানুুয়ারি প্রার্থীতা যাচাই বাছাই ও প্রাথমিক বৈধ প্রার্থীর তালিকা প্রকাশ করা হবে। ১৫ জানুয়ারি থেকে ১৭ জানুয়ারির মধ্যে প্রার্থীতা প্রত্যাহার করতে পারবে। ১৮ জানুয়ারি চূড়ান্ত প্রার্থীর তালিকা প্রকাশ করা হবে। ২৮ জানুয়ারি সকাল ৯টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে আইনজীবী সমিতির নবনির্মিত ডিজিটাল বার ভবনের দ্বিতীয় তলায়।