হুমায়ুন-কামালের নেতৃত্বে লড়বে বিএনপি প্যানেল

নারায়ণগঞ্জ মেইল: আগামী ২৮ জানুয়ারি অনুষ্ঠিতব্য জেলা আইনজীবী সমিতির নির্বাচনে শক্তিশালী প্যানেল দিয়েছে বিএনপি। বুধবার (১৩ জানুয়ারি) বারের সাবেক সভাপতি এড. সাখাওয়াত হোসেন খানের নেতৃত্বে কয়েকশত আইনজীবী শোডাউন করে এড. সরকার হুমায়ুন কবীর ও এড. কামাল হোসেন মোল্লার নেতৃত্বে বিএনপি সমর্থীত জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদের ১৭ জনের মনোনয়নপত্র জমা দেন নির্বাচন কমিশনের কাছে।

বিএনপির প্যানেলের মনোনয়নপত্র জমা দিয়ে এড. সাখাওয়াত হোসেন খান বলেন, নারায়ণগঞ্জ বার সারাদেশের মধ্যে একটি ঐতিহ্যবাহী বার। এখানকার নির্বাচন সব সময়ইু জমজমাট ছিলো। আমি নিজেও এই বারে নির্বাচন করে সভাপতি সাধারণ সম্পাদক পদে একাধীকবার নির্বাচিত হয়েছি। কিন্তু গত তিন বছর ধরে নারায়ণগঞ্জ বারের নির্বাচন ব্যবস্থা ধ্বংস করে ফেলেছে সরকারী দল। নির্বাচনে ব্যাপক কারচুপি করে বিএনপির প্রার্থীদের জোর করে হারিয়ে দেয়া হয়। এবার নির্বাচন কমিশনের কাছে আমাদের আহবান থাকবে আপনারা নির্বাচনের সুষ্ঠ পরিবেশ নিশ্চিত করবেন। আইনজীবীরা যাতে তাদের পছন্দ মতো প্রার্থীকে ভোট দিতে পারে। আর যদি গত কয়েক বছরের মতো বহিরাগতদের দিয়ে নির্বাচন প্রভাবিত করে ভোট কারচুপি করা হয়, তাহলে আপনারা ইতিহাসের আস্তাকুড়ে নিক্ষিপ্ত হবেন।

বিএনপি সমর্থীত জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদের প্রার্থীরা হলেন সভাপতি পদে সরকার হুমায়ুন কবীর, সিনিয়র সহ সভাপতি এড. মানিক মিয়া, সহ সভাপতি এড. আনোয়ারুল আলম রিপন, সাধারণ সম্পাদক এড. কামাল হোসেন মোল্লা, যুগ্ম সম্পাদক এড. সালাহউদ্দিন ভূইয়া সবুজ, কোষাধ্যক্ষ জাহিদুল ইসলাম মুক্তা, আপ্যায়ন সম্পাদক জাহিদুর রহমান, লাইব্রেরী সম্পাদক এড. মোহসীন মিয়া, ত্রীড়া সম্পাদক গোলাম সারোয়ার, সাহিত্য সংস্কৃতি বিষয়ক সম্পাদক এড. সারোয়ার জাহান, সমাজ সেবা সম্পাদক আসমা হেলেন বিথি, আইন ও মানবাধীকার বিষয়ক সম্পাদক আমিনুল ইসলাম।
কার্যকরী সদস্য পদে প্রতিদ্বন্দ্বীতা করছেন মোস্তাফিজুর রহমান শুক্কুর মাহমুদ, হাবিবুর রহমান, আসিয়া সুলতানা জেমী, হাফিজুর রহমান মাসুদ ও জামান হোসেন।

প্রসঙ্গত, আগামী ২৮ জানুয়ারী অনুষ্ঠিতব্য জেলা আইনজীবী সমিতি নির্বাচনের তফসিল অনুযায়ী ১১ জানুয়ারি থেকে ১৩ জানুয়ারি পর্যন্ত সকাল ১১টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত মনোনয়ন পত্র সংগহ ও দাখিল করতে পারবেন প্র্রার্থীরা। ১৪ জানুুয়ারি প্রার্থীতা যাচাই বাছাই ও প্রাথমিক বৈধ প্রার্থীর তালিকা প্রকাশ করা হবে। ১৫ জানুয়ারি থেকে ১৭ জানুয়ারির মধ্যে প্রার্থীতা প্রত্যাহার করতে পারবে। ১৮ জানুয়ারি চূড়ান্ত প্রার্থীর তালিকা প্রকাশ করা হবে। ২৮ জানুয়ারি সকাল ৯টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে আইনজীবী সমিতির নবনির্মিত ডিজিটাল বার ভবনের দ্বিতীয় তলায়।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

নারায়ণগঞ্জ মেইলে এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

সর্বশেষ