স্বতন্ত্র সেক্রেটারি প্রার্থী সুমন মিয়ার মনোনয়নপত্র দাখিল

নারায়ণগঞ্জ মেইল: বিএনপির আইনজীবীদের সংগঠন জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম নারায়ণগঞ্জ জেলা কমিটির আসন্ন নির্বাচনে একমাত্র স্বতন্ত্র প্রার্থী হিসেবে সাধারণ সম্পাদক পদে এড. মো. সুমন মিয়া মনোনয়নপত্র দাখিল করেছেন।

বৃহস্পতিবার (৩ ডিসেম্বর) বিকেলে নির্বাচন কমিশনার নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এড. সাখাওয়াত হোসেন খান, এড. আবদুল বারী ভূইয়া’র কাছে এ মনোনয়নপত্র দেন তিনি। এই নির্বাচনে পাঁচটি পদে দুটি প্যানেল তাদের মনোনয়নপত্র দাখিল করেছেন ।

হুমায়ূন-জাকির প্যানেলের পাঁচটি পদে মনোনয়নপত্র দাখিল করেছেন সভাপতি পদে এড. সরকার হুমায়ুন কবীর, সাধারণ সম্পাদক পদে এড. আবুল কালাম আজাদ জাকির, সিনিয়র সহ সভাপতি পদে এড. আজিজুল হক হান্টু, যুগ্ম সম্পাদক পদে এড. এইচএম আনোয়ার প্রধান ও সাংগঠনিক সম্পাদক পদে এড. ওমর ফারুক নয়ন।

অপর পক্ষে ভাসানী-মামুন প্যানেলের প্যানেলের পাঁচটি পদে মনোনয়নপত্র দাখিল করেছেন এড. আবদুল হামিদ ভাষানী, সাধারণ সম্পাদক পদে এড. আজিজ আল মামুন, সিনিয়র সহ সভাপতি পদে এড. সীমা সিদ্দিকী, যুগ্ম সম্পাদক পদে এড. আনিসুর রহমান মোল্লা ও সাংগঠনিক সম্পাদক পদে এড. আলী হোসেন প্রতিদ্বন্দিতা করবেন।

প্রসঙ্গত, বিএনপির আইনজীবীদের নির্বাচনী আলোচনায় সরগরম আদালতপাড়া। সকলের মাঝেই নির্বাচনী আমেজ। সভাপতি, সিনিয়র সহ সভাপতি, সাধারণ সম্পাদক, যুগ্ম সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক এই ৫টি পদে এবারের অনুষ্ঠিত হবে। আগামী ৫ ডিসেম্বর মনোনয়ন পত্র প্রত্যাহার ও ব্যালট নং প্রদান করা হবে। ৯ ডিসেম্বর সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত নতুন কোর্টের অপরদিকে হিমালয় কমিউনিটি সেন্টারে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।

এই নির্বাচনে প্রধাণ নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করবেন ব্যারিষ্টার মাহবুবউদ্দিন খোকন। নির্বাচন কমিশনার থাকবেন নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির তিন সাবেক সভাপতি এড. সাখাওয়াত হোসেন খান, এড. আবুল কালাম আজাদ বিশ্বাস ও এড. আবদুল বারী ভূইয়া।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

নারায়ণগঞ্জ মেইলে এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

সর্বশেষ