নারায়ণগঞ্জ মেইল: নারায়ণগঞ্জ-৫ আসনে আইনজীবীরা কখনো মনোনয়ন পায় না। ইতিপূর্বে আওয়ামী লীগের আমলে এ আসনে দলীয় মনোনয়ন চেয়েছিলেন দুই জাঁদরেল আইনজীবী আওয়ামী লীগের কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য অ্যাডভোকেট আনিসুর রহমান দিপু এবং মহানগর আওয়ামী লগের সাধারণ সম্পাদক এডভোকেট খোকন সাহা। একাধিকবার তারা দলীয় মনোনয়ন চাইলেও তাদেরকে কখনো মনোনয়ন দেয়া হয়নি। তেমনি ভাবে অপর রাজনৈতিক দল বিএনপি থেকেও এই আসনে দুই আইনজীবী নেতা মহানগর বিএনপির আহবায়ক এডভোকেট সাখাওয়াত হোসেন খান এবং সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু দলীয় মনোনয়ন প্রত্যাশী ছিলেন কিন্তু তাদের ভাগ্যও জোটে নাই বিএনপির দলীয় প্রতীক ধানের শীষের মনোনয়ন। এই আসন থেকে আইনজীবীদের ভাগ্যে সংসদে যাওয়া আর হলো না।
অনুসন্ধান বলছে, দীর্ঘ প্রায় ১৬ বছর আওয়ামী লীগ এই দেশ শাসন করেছে। এই সময়ের মধ্যে চারটি জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হয়েছে এই নির্বাচন গুলোতে নারায়ণগঞ্জ-৫ (সদর-বন্দর) আসন থেকে প্রায় প্রতিবারই আওয়ামী লীগের দলীয় মনোনয়ন প্রত্যাশী ছিলেন নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির একাধিকবারের সভাপতি এবং কেন্দ্রীয় নেতা এডভোকেট আনিসুর রহমান দিপু। সেইসাথে একই আসনে মনোনয়ন চাইতেন মহানগর আওয়ামী লীগের দুই যুগের সাধারণ সম্পাদক এডভোকেট খোকন সাহা।
সাংগঠনিক দক্ষতায় অ্যাডভোকেট আনিসুর রহমান দিপু এবং এডভোকেট খোকন সাহা দুইজনই আওয়ামী লীগের অত্যন্ত বলিষ্ঠ নেতা ছিলেন। তাদের ছিলো বিশাল কর্মী বাহিনী। তারপরও তাদেরকে কখনো মনোনয়ন দেয়া হয়নি। নারায়ণগঞ্জ থেকে সংসদে যাওয়ার ইচ্ছা পূরণ হয়নি আওয়ামী লীগের আইনজীবী নেতাদের।
একই অবস্থা বিএনপিতেও। ২০১৮ সালে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-৫ আসন থেকে মনোনয়ন প্রত্যাশী ছিলেন দুই আইনজীবী নেতা এডভোকেট সাখাওয়াত হোসেন খান এবং এডভোকেট আবু আল ইউসুফ খান টিপু। সেবার এই আসন থেকে ধানের শীষের মনোনয়ন দেয়া হয় নাগরিক ঐক্যের প্রার্থী এসএম আকরামকে। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনেও বিএনপির ওই দুই আইনজীবী নেতা মহানগর বিএনপির আহবায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান এবং সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু বিএনপির দলীয় মনোনয়ন প্রত্যাশী ছিলেন। বিগত ১৫ বছর আওয়ামী লীগ আর পুলিশের হামলা মামলা নির্যাতন সহ্য করে রাজপথে গুরুত্বপূর্ণ অবদান রাখার পরেও তাদেরকে মূল্যায়ন করেনি বিএনপি। নয়নত পাঁচ আসনে ধানের শীষের প্রার্থী করা হয়েছে শিল্পপতি মাসুদুজ্জামান মাসুদ ওরফে মডেল মাসুদকে। এতে করে বিএনপি’র পক্ষে নারায়ণগঞ্জ থেকে কোনো আইনজীবীর সংসদে যাওয়ার পথ বন্ধ হয়ে গেলো।
