নারায়ণগঞ্জ মেইল: নারায়ণগঞ্জ-৫ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী শিল্পপতি মাসুদুজ্জামান মাসুদ ওরফে মডেল মাসুদকে ইঙ্গিত করে নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এডভোকেট এইচএম আনোয়ার প্রধান বলেছেন, আপনার কোটি কোটি টাকা থাকতে পারে আর সেই টাকা দিয়ে আপনি কর্মচারী রাখতে পারবেন কিন্তু নারায়ণগঞ্জ জেলার আইনজীবী সমিতির একটা সদস্যকেও কিনতে পারবেন না। নারায়ণগঞ্জের আইনজীবীরা আপনার টাকাকে মনে ধরে না।
নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহবায়ক অ্যাডভোকেট সাখাওয়াত খান এবং সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপুর বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের উদ্যোগে আয়োজিত মানববন্ধনে এসব কথা বলেন। তিনি বুধবার ২৯ অক্টোবর দুপুরে আদালত প্রাঙ্গণে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
আনোয়ার প্রধান বলেন, ৫ আগস্আটের আগে যারা ঘুমিয়ে ছিলেন তারা এখন রাজপথের বিপ্লবী নেতাকর্মীদের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন। তাদেরকে নানাভাবে হয়রানি করার চেষ্টা করছেন। আমরা দেখেছি নারায়ণগঞ্জ আদালত প্রাঙ্গণে একটি ঘটনা ঘটেছে, যে ঘটনার সাথে নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির সাবেক সফল সভাপতি অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খানের কোন সম্পর্ক নাই কিন্তু একটি মহল পরিকল্পিতভাবে এই ঘটনার সাথে এডভোকেট সাখাওয়াত হোসেন খানকে জড়িয়ে মিথ্যা অপপ্রচার করছে, মব জাস্টিসের চেষ্টা করছে। আমাদের নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির কতিপয় সদস্য তাদের এই ষড়যন্ত্রের সাথে জড়িত আছে। আমি তাদেরকে হুঁশিয়ার করে দিয়ে বলতে চাই, আপনারা সময় থাকতে ভালো হয়ে যান। এসব ষড়যন্ত্র বন্ধ করুন তা নাহলে ইতিহাসের আঁস্তাকুড়ে নিক্ষিপ্ত হবেন।
তিনি আরো বলেন, বিগত স্বৈরাচারী সরকারের বিরুদ্ধে নারায়ণগঞ্জের রাজপথে যারা সবচেয়ে বেশি ভূমিকা পালন করেছেন তাদের মধ্যে অন্যতম একজন হলেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবু ইউসুফ খান টিপু। তাকে নিয়ে ষড়যন্ত্রের জাল বোনা হচ্ছে। আমরা নারায়ণগঞ্জের আইনজীবীরা এসব ষড়যন্ত্রকারীদের তীব্র নিন্দা জানাই এবং যারা এর সাথে যুক্ত তাদের প্রতি ধিক্কার জানাই।
নারায়ণগঞ্জ জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের আহ্বায়ক এড. জাকির হোসেনের সভাপতিত্বে ও সদস্য সচিব এড. কাজী আঃ গাফফারের সঞ্চালনায় বিক্ষোভ মিছিল ও আইনজীবী সমাবেশে আরও উপস্থিত ছিলেন জেলা আইনজীবী সমিতির সভাপতি এড. সরকার হুমায়ূন কবির, সাধারণ সম্পাদক এড. এইচ এম আনোয়ার প্রধান, জেলা আইনজীবী ফোরামের সাবেক সাধারণ সম্পাদক এড. খোরশেদ আলম মোল্লা, সাবেক সাধারণ সম্পাদক এড. আবুল কালাম আজাদ জাকির, জেলা আইনজীবী ফোরামের সিনিয়র যুগ্ম আহ্বায়ক এড. বেনজির আহমেদ, যুগ্ম আহ্বায়ক এড. জহিরুল হক, এড. মেহেবুব আরেফিন শিমু, এড. কায়সার আলম চৌধুরী টুটুল, এড. আসমা হেলেন বিথি, এড. শামসুন্নুর বাঁধন, সাবেক সিনিয়র সহ-সভাপতি আজিজুল হক হান্টু, সাবেক সাংগঠনিক সম্পাদক এড. ওমর ফারুক নয়ন, সিনিয়র আইনজীবী এড. রফিক আহমেদ, এড. বেনজীর আহমেদ, এড. বোরহান উদ্দিন সরকার, এড. হাফিজুর রহমান মোল্লা, এড.সৈয়দ মশিউর রহমান শাহিন, এড. রকিবুল হাসান শিমুল, এড. মানিক মিয়া, এড. আলম চৌধুরী, এড. আজিজুর রহমান মোল্লা, এড. সামসুল আরেফিন টুটুল, এড. জাহিদ হাসান মুক্তা, এড.একেএম মাহমুদুল হক আলমগীর, এড. নজরুল ইসলাম মাসুম, এড. সিদ্দিকুর রহমান, এড. সুমন মিয়া, এড. হৃদয়, এড.এসএম সায়েম রানা, এড. মাঈনউদ্দিন রেজা, এড. সালাউদ্দীন ভুঁইয়া সবুজ, এড. ফজলুর রহমান ফাহিম, এড. সুমন মিয়া, এড. মাসুদা আক্তার ,এড. লিজা, এড. রাসেল মিয়া, এড. শাহআলম শামীম, এড. জামান মিয়া, এড. কাজী সুমন, এড.আবুল কালাম আজাদ, এড. আদনান মোল্লা, এড.আবু রায়হান, এড. আশরাফুল বারী ভুঁইয়া, এড. খোরশেদ আলমসহ প্রমূখ।
