আসিফ নজরুলের কাছে দুই কোর্ট একত্রে রাখার দাবি জানালেন আনোয়ার প্রধান

নারায়ণগঞ্জ মেইল: বর্তমান অন্তর্বর্তী সরকারের আইন বিচার ও সংসদ বিষয়ের উপদেষ্টা ডঃ আসিফ নজরুলের কাছে নারায়ণগঞ্জের দুই কোর্ট একত্রে রাখার জন্য নতুন একটি ম্যাজিস্ট্রেট ভবন নির্মাণের দাবি জানিয়েছেন জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এডভোকেট এইচএম আনোয়ার প্রধান।

নারায়ণগঞ্জের আদালতে ই-বেইলবন্ড প্রবর্তন : ন্যায়বিচারে সহজগম্যতা’ শীর্ষক উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত আইন উপদেষ্টার কাছে এই দাবি জানান তিনি। বুধবার (১৫ অক্টোবর) বিকেলে নারায়ণগঞ্জ সার্কিট হাউজে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এডভোকেট আনোয়ার প্রধান বলেন, নারায়ণগঞ্জে ই-বেইলবন্ড চালু করায় নারায়ণগঞ্জের সকল আইনজীবীদের পক্ষ থেকে আইন উপদেষ্টা মহোদয় সহ আইন ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের সকলের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। এই সুবর্ণ সুযোগ পেয়ে আমরা ধন্য।

তিনি বলেন, আজ আপনাকে কাছে পেয়ে আমরা আমাদের একটি সমস্যা সমাধানের দাবি জানাবো। বিতাড়িত ফ্যাসিবাদ সরকার নারায়ণগঞ্জের সকল আইনজীবীদের মতামতকে উপেক্ষা করে একটি ম্যাজিস্ট্রেট ভবন নির্মাণ করেছিল কিন্তু সেটা এখান থেকে অনেক দূরে শহরের ভেতরে হওয়ায় সেখানে কোনো আইনজীবী যায় নাই। আমি আইন মন্ত্রনালয়ের কাছে দাবি জানাবো আমাদের জজ কোর্টের সামনে পশ্চিমাংশে অনেকখানি খালি জায়গা রয়েছে যেখানে কোনো স্থাপনা নেই। মাননীয় উপদেষ্টা মহোদয় যদি আমাদের সেখানে একটি ম্যাজিস্ট্রেট ভবন নির্মাণ করে দেন তাহলে আমরা নারায়ণগঞ্জের সকল আইনজীবীসহ নারায়ণগঞ্জবাসী আপনার কাছে কৃতজ্ঞ থাকব। এতে করে জজ কোর্ট এবং ম্যাজিস্ট্রেট কোর্ট একসাথে থাকবে যা আমাদের নারায়ণগঞ্জের আইনজীবীদের দীর্ঘদিনের প্রানের দাবি।

তিনি আরো বলেন, নারায়ণগঞ্জ শহরের চাষাড়া হচ্ছে একটি দুর্ভোগের এলাকা। নারায়ণগঞ্জের মানুষ সারা দেশের যে কোনো জায়গায় ভ্রমণ করতে স্বাচ্ছন্দ্যবোধ করে কিন্তু চাষাড়া যেতে চায় না। তাই আমরা চাষাড়া শহর পার হয়ে ওই পুরাতন ম্যাজিস্ট্রেট ভবনে যেতে চাই না। আমাদের জন্য এখানে একটি ভবন তৈরীর ঘোষণা দিয়ে যাবেন সেই প্রত্যাশা করছি এবং নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির সকল আইনজীবীগনের পক্ষ থেকে আবারো কৃতজ্ঞতা ও শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব, কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মোতাহার হোসেন, আইন মন্ত্রণালয়ের সচিব লিয়াকত আলী মোল্লা, অ্যাটর্নি জেনারেল আসাদুজ্জামান, নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মো. জাহিদুল ইসলাম মিঞা, পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন, জেলা সিভিল সার্জন আবুল ফজল মো. মশিউর রহমান, নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাড. সাখাওয়াত হোসেন খান, অ্যাড. আব্দুল বারি ভূঁইয়া, বর্তমান সভাপতি অ্যাড. সরকার হুমায়ুন কবির, মহানগর বিএনপি সদস্য সচিব অ্যাড. আবু আল ইউসুফ খান টিপু প্রমুখ।

নারায়ণগঞ্জ মেইলে এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

সর্বশেষ