গিয়াসউদ্দিনকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন জেলা বারের সহ-সভাপতি সাদ্দাম হোসেন

নারায়ণগঞ্জ মেইল: সদ্য সমাপ্ত নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতি নির্বাচনে বিপুল ভোটে সহ-সভাপতি নির্বাচিত সোনারগাঁ উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক এডভোকেট সাদ্দাম হোসেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ গিয়াসউদ্দিনকে ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন।

শুক্রবার (৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় সিদ্ধিরগঞ্জে গিয়াসউদ্দিনের বাসভবনে গিয়ে তাকে ফুলেল শুভেচ্ছা জানান তিনি।

এসময় সংসদীয় আসনের সীমানা পুনর্ববিন্যাসে সোনারগাঁ এবং সিদ্ধিরগঞ্জ একসাথে হওয়ায় মোহাম্মদ গিয়াসউদ্দিনকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির নবনির্বাচিত সহ-সভাপতি অ্যাডভোকেট সাদ্দাম হোসেন। আগামী দিনে গিয়াসউদ্দিনের নেতৃত্বে সোনারগাঁ এবং সিদ্ধিরগঞ্জের মানুষ ঐক্যবদ্ধভাবে কাজ করবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

জেলা বিএনপির সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ গিয়াসউদ্দিন আইনজীবী সমিতির সহ-সভাপতি নির্বাচিত হওয়ায় সাদ্দাম হোসেনকে অভিনন্দন জানান এবং যেকোনো প্রয়োজনে পাশে থাকার আশ্বাস দেন।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

নারায়ণগঞ্জ মেইলে এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

সর্বশেষ