নারায়ণগঞ্জ মেইল: দরজায় কড়া নাড়ছে নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির নির্বাচন। আগামী ২৮ অক্টোবর অনুষ্ঠিত হতে যাচ্ছে আইনজীবীদের বহু আকাঙ্ক্ষার ভোটগ্রহণ। দীর্ঘদিন যাবত ভোটাধিকার থেকে বঞ্চিত নারায়ণগঞ্জ বারের আইনজীবীরা তাই ভোট প্রদানের জন্য উন্মুখ হয়ে অপেক্ষা করছেন।
জেলা আইনজীবী সমিতির এবারের নির্বাচনে সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন বর্তমান সভাপতি এডভোকেট সরকার হুমায়ুন কবির এবং সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন বর্তমান সাধারণ সম্পাদক এডভোকেট এইচএম আনোয়ার প্রধান। গতবছর এই দুইজনকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত করেছিলেন নারায়ণগঞ্জ বারের আইনজীবীরা। নির্বাচিত হওয়ার পর সিনিয়র জুনিয়র আইনজীবীদের আস্থার প্রতিদান দিয়ে যাচ্ছেন এ দুজন।
বিশেষ করে সাধারণ সম্পাদক প্রার্থী এডভোকেট এইচএম আনোয়ার প্রধান আইনজীবীদের আস্থার চূড়ায় অবস্থান করছেন। নারায়ণগঞ্জ বারের সিনিয়র আইনজীবীদের আদর স্নেহে তরুণ প্রজন্মকে নিয়ে এগিয়ে চলেছেন তিনি এবং সকলের কাছে আস্থার জায়গা তৈরি করতে সক্ষম হয়েছেন। সিনিয়রদের দোয়া আর আশীর্বাদে এক ঝাঁক উদিয়মান আইনজীবীকে সাথে নিয়ে সকলকে এক সুতায় গেঁথে রেখেছেন বারের বর্তমান সাধারণ সম্পাদক এডভোকেট আনোয়ার প্রধান। নারায়ণগঞ্জ বার এখন দলমত নির্বিশেষে একটি সুখী পরিবার আর এর পুরো কৃতিত্ব সাধারণ সম্পাদক এডভোকেট এইচএম আনোয়ার প্রধানের।
একটা সময় নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতিতে একক আধিপত্য বিস্তারের লক্ষ্যে তৎকালীন ক্ষমতাসীন দল আওয়ামী লীগের আইনজীবীরা ত্রাসের রাজত্ব কায়েম করেছিলো। বিরোধী মত দমন করতে বহিরাগত সন্ত্রাসীদের দিয়ে আইনজীবীদের লাঞ্ছিত করেছে। গডফাদার শামীম ওসমানের নেতৃত্বে সেই সন্ত্রাসী হামলা থেকে রক্ষা পায়নি কেউ। আইনজীবী সমিতির গণতান্ত্রিক ভোটাধিকার ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছিল তৎকালীন আওয়ামী লীগের আইনজীবীরা। সেই ধ্বংসস্তূপে দাঁড়িয়ে প্রতিবাদের বিজয় নিশান উড়িয়েছেন অ্যাডভোকেট এইচএম আনোয়ার প্রধান। গডফাদারের রক্তচক্ষুকে উপেক্ষা করে গণতান্ত্রিক ভোটাধিকার ফিরিয়ে আনার লড়াইয়ে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন আর এজন্য হামলা মামলা এবং নির্যাতনের শিকার হতে হয়েছে তাকেও তবুও তিনি লড়াইয়ের মাঠ ছেড়ে যাননি।
৫ আগস্ট পরবর্তী সময়ে আদালত পাড়ায় কোনো প্রকার মব সন্ত্রাস হতে দেননি আনোয়ার প্রধান। বিশেষ করে আওয়ামী লীগ পন্থী যেসব আইনজীবীরা কোনো জোর জুলুম সন্ত্রাসীতে লিপ্ত ছিল না, তাদেরকে আদালতে পেশাগত দায়িত্ব পালনের পরিবেশ সৃষ্টি করে দেন তারা। শীর্ষ কয়েকজন আওয়ামী লীগের আইনজীবী আসতে না পারলেও বাকিরা সবাই নিয়মিত আদালত করছেন। কেউ তাদেরকে কোন প্রকার হেনস্থার শিকার হচ্ছেন না। সকল দল মতের আইনজীবীরা একটি পরিবার মত তাদের পেশাগত দায়িত্ব পালন করছেন। বৈষম্য দূর করে সকলকে এক সুতায় গাঁথার পুরো কৃতিত্বটাই জেলা বারের বর্তমান সাধারণ সম্পাদক এডভোকেট এইচএম আনোয়ার প্রধানের।