আইনজীবীদের পছন্দের শীর্ষে আনোয়ার প্রধান

নারায়ণগঞ্জ মেইল: আসন্ন জেলা আইনজীবী সমিতির নির্বাচনে সকল আইনজীবীদের নজর কেড়েছেন বর্তমান সাধারণ সম্পাদক এডভোকেট এইচএম আনোয়ার প্রধান। সদা হাস্যজ্জল ব্যবহার আর বিগত দিনের লড়াই সংগ্রামের কারণে সাধারন আইনজীবীদের পছন্দের শীর্ষে অবস্থান করছেন তিনি। তরুণ প্রজন্ম থেকে শুরু করে বর্ষিয়ান আইনজীবী মহলে সমান জনপ্রিয় এডভোকেট আনোয়ার প্রধান তাই সাধারণ সম্পাদক পদে সকলের প্রথম পছন্দ।

অনুসন্ধানে জানা যায়, স্বৈরাচারী হাসিনা সরকারের আমলে সারাদেশের মতো নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতিও দখল করে নিয়েছিলো আওয়ামঅলীগের সন্ত্রাসীরা। স্থানীয় এমপি শামীম ওসমানের সন্ত্রাসী বাহিনী সাধারণ আইনজীবীদের সকল অধিকার হরণ করে আইনজীবী সমিতিতে একনায়কতন্ত্র প্রতিষ্ঠিত করেছিলেন। বহিরাগত সন্ত্রাসী আর পুলিশ বাহিনীকে ব্যবহার করে সকল বিরোধী মত দমন করে ফিল্মি ষ্টাইলে ভোট কেন্দ্র দখল করতেন এবং ভোট ডাকাতির মাধ্যমে আওয়ামীলীগের প্যানেলকে বিজয়ী করেছেন। ভোট দিতে গিয়ে সাধারণ আইনজীবীরা লাঞ্ছিত হয়েছেন, সন্ত্রাসীদের হামলার শিকার হয়েছেন, একজন আইনজীবী হিসেবে তাদের অধিকার ভুলন্ঠিত হয়েছে।

নারায়ণগঞ্জ বারের আইনজীবীদের সেই চরম দুঃসময়ে বুক চিতিয়ে লড়াই করেছেন এবারের নির্বাচনে সাধারণ সম্পাদক প্রার্থী এডভোকেট এইচএম আনোয়ার প্রধান। এজন্য স্বৈরাচারী শাসকগোষ্ঠীর রোষানলেও পড়তে হয়েছে তাকে। আওয়ামী লীগের সন্ত্রাসীরা নির্বাচনের দিন আদালত পাড়া থেকে উঠিয়ে নিয়ে যায় তাকে। তবুও কোনদিন লড়াইয়ের মাঠ ছেড়ে যাননি। আইনজীবীদের অধিকার আদায়ের সংগ্রামে নিজেকে বিলিয়ে দিয়েছিলেন।

২০২৪ সালের ৫ আগস্ট  সরকার পতনের পর কোর্ট ছেড়ে পালিয়ে যায় আওয়ামী লীগের সেসব সন্ত্রাসী আইনজীবীরা। জরুরী সাধারণ সভা ডেকে মধ্যবর্তী নির্বাচনের মাধ্যমে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয় জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম মনোনীত প্যানেল। সেই প্যানেলের সাধারণ সম্পাদকের দায়িত্ব পেয়েছিলেন অ্যাডভোকেট এইচএম আনোয়ার প্রধান।

দায়িত্ব পেয়ে এডভোকেট আনোয়ার প্রধান নারায়ণগঞ্জ আদালতপাড়ায় আইনজীবীদের মাঝে যে বৈষম্যের সৃষ্টি হয়েছিলো তা দূর করে দলমত নির্বিশেষে সকল আইনজীবীকে নিয়ে একটি পারিবারিক বন্ধন রচনা করেন।

বিশেষ করে নারায়ণগঞ্জ আদালত পাড়ায় একক আধিপত্য বিস্তারের লোভে আওয়ামীলীগ পন্থী আইনজীবীরা যে বর্বরতার সৃষ্টি করেছিলেন, নির্বাচনী ব্যবস্থাকে পেশি শক্তি দিয়ে ধ্বংস করেছিলেন, সেখান থেকে উত্তরণ ঘটিয়ে সাধারণ আইনজীবীদের মাঝে কাজের সুস্থ পরিবেশ ফিরিয়ে আনা এবং গণতান্ত্রিক নির্বাচন ব্যবস্থা পুন:প্রতিষ্ঠা করার যে চ্যালেঞ্জ প্রথম বছর নিয়েছিলেন, তা সফলতার সাথে পালন করেছেন তিনি। যার ফলস্বরূপ এবারে তিনটি প্যানেলের উৎসব মুখর নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।

বিগত দিনের শ্রম আর প্রথম বছরের সফলতা এবারেও সাধারণ সম্পাদক হিসেবে সবার চেয়ে এগিয়ে আছেন প্রতিভাবান আইনজীবী অ্যাডভোকেট আনোয়ার প্রধান। তাই আগামী ২৮ তারিখের নির্বাচনে বিপুল ভোটে জয়লাভের স্বপ্ন দেখছেন তার ভক্ত সমর্থকরা।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

নারায়ণগঞ্জ মেইলে এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

সর্বশেষ