হুমায়ূন-আনোয়ার প্যানেলের প্রচারণায় গনজোয়ার

নারায়ণগঞ্জ মেইল: যত দিন যাচ্ছে ততই জমজমাট হয়ে উঠছে নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতি নির্বাচনের প্রচার-প্রচারণা। দীর্ঘদিন পর যেনো প্রাণ ফিরে এসেছে আইনজীবীদের মাঝে। গণতান্ত্রিক পদ্ধতিতে ভোটাধিকার প্রয়োগের সুযোগ পেয়ে সবাই যেন আনন্দে আত্মহারা।

প্রতিদিনের মতো মঙ্গলবার (১৯ আগস্ট) বিএনপি সমর্থিত এবং আইনজীবী ফোরাম মনোনীত হুমায়ুন-আনোয়ার প্যানেলের প্রার্থী এবং সমর্থকসহ সকল সিনিয়র জুনিয়র আইনজীবীরা ভোটারদের কাছে ভোট প্রার্থনা করেন। এসময় তারা মিছিল নিয়ে পুরো আদালত প্রাঙ্গণ প্রদক্ষিণ করেন। সকলের সরব উপস্থিতিতে হুমায়ুন-আনোয়ার প্যানেলের গণজোয়ারের সৃষ্টি হয়।

হুমায়ূন-আনোয়ার প্যানেলের প্রচারণা কালে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহবায়ক এডভোকেট সাখাওয়াত হোসেন খান বলেন, সেলিম ওসমানের প্রেসক্রিপশনে শিল্পপতি যারা বিএনপির মনোনয়ন শিকারের জন্য নেমেছেন, তারা আইনজীবী সমিতিতে বিশৃঙ্খলা করতে চায়। তারা বিএনপির বিরুদ্ধে অবস্থান নিয়েছেন। তারা সেলিম ওসমানের পক্ষে অবস্থান নিয়েছেন। যারা মেড ইন নারায়ণগঞ্জ বলেন তারা যদি বিএনপির হয়ে থাকেন তাহলে বিএনপি প্যানেলের জন্য কাজ করেন। আপনি বিদ্রোহী প্যানেলের জন্য ভোট চাইছেন। কোন কোন আইনজীবীর কাছে ফোনে ভোট চেয়েছেন তার প্রমাণ আছে আমাদের কাছে। যথাসময়ে আমরা সেগুলো প্রমাণ হিসেবে উপস্থাপন করবো। দলের হাইকমান্ডে জানাবো এবং রহমানের কাছেও জানাবো।

সাখাওয়াত আরো বলেন, বিএনপি সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম মনোনীত হুমায়ূন-আনোয়ার প্যানেলের প্রতি নারায়ণগঞ্জ জেলা এবং মহানগর বিএনপির সকল শীর্ষ নেতৃবৃন্দের আস্থা রয়েছে। সকলের মতামতের ভিত্তিতে পূর্ণ প্যানেল দেয়া হয়েছে। নারায়ণগঞ্জ-১ আসনে কাজী মনিরুজ্জামান মনির এবং মোস্তাফিজুর রহমান ভূইয়া দিপু, নারায়ণগঞ্জ-২ আসনে আতাউর রহমান আঙ্গুর, নজরুল ইসলাম আজাদ এবং মাহমুদুর রহমান সুমন, নারায়ণগঞ্জ-৩ আসনে অধ্যাপক রেজাউল করিম এবং আজহারুল ইসলাম মান্নান, নারায়ণগঞ্জ-৪ আসনে জেলা বিএনপির আহবায়ক অধ্যাপক মামুন মাহমুদ এবং জেলা বিএনপির সাবেক সভাপতি মোঃ গিয়াসউদ্দিন, নারায়ণগঞ্জ-৫  আসনে আমরা মহানর বিএনপির আহবায়ক ও সদস্য সচিবসহ সকল সিনিয়র আইনজীবীরা এই প্যানেলের পাশে আছি। এটা বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার প্যানেল, এই প্যানেল ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্যানেল। যারা এর বিরোধিতা করবে তাদের দাঁতভাঙ্গা জবাব দেয়া হবে।

এ সময়ে আরো উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু, জেলা আইনজীবী ফোরামের আহ্বায়ক অ্যাডভোকেট জাকির হোসেন, প্যানেলের সভাপতি প্রার্থী এডভোকেট সরকার হুমায়ুন কবির এবং সাধারণ সম্পাদক প্রার্থী এডভোকেট এইচএম আনোয়ার প্রধান।

উপস্থিত ছিলেন সিনিয়র সহ-সভাপতি প্রার্থী এড. কাজী আঃ গাফ্ফার, সহ-সভাপতি এড. সাদ্দাম হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক এড.ওমর ফারুক নয়ন, কোষাধ্যক্ষ এড. শাহাজাদা দেওয়ান, আপ্যায়ন সম্পাদক এড. মাইন উদ্দিন রেজা, , লাইব্রেরি সম্পাদক এড. হাবিবুর রহমান , ক্রীড়া সম্পাদক এড. আমিনুল ইসলাম, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক  এড. সারোয়ার জাহান, সমাজসেবা সম্পাদক এড. রাজিব মন্ডল, আইন ও মানবাধিকার সম্পাদক এড. মামুন মাহমুদ, সদস্য এড. আনিসুর রহমান, এড. ফাতেমা আক্তার সুইটি, এড. তেহসিন হাসান দিপু, এড. দেওয়ান আশরাফুল ইসলাম ও এড. আবু রায়হান।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

নারায়ণগঞ্জ মেইলে এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

সর্বশেষ