নির্যাতিত নারী ও শিশুদের সহায়তায় বিএনপির আইনি সেল গঠন

নারায়ণগঞ্জ মেইল: নির্যাতনের শিকার নারী ও শিশুদের সহায়তায় নারায়ণগঞ্জ জেলা ও মহানগর  ‘নিপীড়িত নারী ও শিশুদের আইনি সহায়তা সেল’ গঠন করা হয়েছে। বিএনপি সমর্থিত ৪ জন আইনজীবীদের সমন্বয়ে এই সেল গঠন করা হয়েছে। 

নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এ্যাডভোকেট আনোয়ার প্রধান ও এ্যাডভোকেট আছমা হেলেন বিথীর সমন্বয়ে জেলা  ‘নিপীড়িত নারী ও শিশুদের আইনি সহায়তা সেল’ এবং মহানগরে নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির সভাপতি এ্যাডভোকেট সরকার হুমায়ুন কবির ও এ্যাডভোকেট সামছুন নাহার বাঁধনকে রাখা হয়েছে।  

সেলের কেন্দ্রীয় সমন্বয়কারী হচ্ছেন দলের আইন বিষয়ক সম্পাদক কায়সার কামাল। এ সেল নারায়ণগঞ্জ জেলা ও মহানগরে সংঘটিত নারী ও শিশু নির্যাতন-ধর্ষণ-হত্যার তথ্য সংগ্রহ করবে।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

নারায়ণগঞ্জ মেইলে এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

সর্বশেষ