নারায়ণগঞ্জ মেইল (ফতুল্লা প্রতিনিধি): ফতুল্লার পঞ্চবটীতে ইফতেখার আহাম্মদ ফরিদ ওরফে মাস্তান ফরিদের বিরুদ্ধে চাঁদাবাজি লুটপাটের অভিযোগ করেছেন গফুর সুপার মার্কেটের ব্যবসায়ীরা। গত কয়েকদিন ধরেই ফরিদসহ মাদক ব্যবসায়ী রুবেল, প্রাঙ্গনসহ স্থানীয় সন্ত্রাসীরা চাঁদা দাবী করে আসছিল। চাঁদা না দেওয়ায় লুটপাট ও জোর করে চাঁদা আদায় করে ফরিদ ও তার সন্ত্রাসী বাহিনী। এ ঘটনায় সোমবার রাতে গফুর সুপার মার্কেটের সকল ব্যবসায়ীরা ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরীফুল ইসলাম বরাবর অভিযোগ করেন। সন্ত্রাসী ফরিদ নারায়ণগঞ্জের আলোচিত কিং মেকার মোহাম্মদ আলীর ভাগিনা বলে জানা গেছে।
এসময় ওসি শরীফুল ইসলাম চাঁদাবাজদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার আশ্বাস দিয়েছেন ব্যবসায়ীদের।
ব্যবসায়ীরা জানান, এক সপ্তাহ যাতব ফরিদ নিয়মিত চাঁদা দাবী করেছে। চাঁদা না দিলে জোর করে ক্যাশ বক্সে থাকা টাকা ছিনিয়ে নিয়ে যায় ফরিদ। টাকা না দিলে ব্যবসায়ীদের মারধরও করা হয়।
স্থানীয়রা জানান, ফরিদ পঞ্চবটী এলাকার চিহ্নিত সন্ত্রাসী। হত্যাসহ একাধিক মামলা রয়েছে তার বিরুদ্ধে। তার অত্যাচারে অতিষ্ঠ হয়ে পড়েছেন স্থানীয়রা। তাই তাকে দ্রুত গ্রেফতারের দাবী জানিয়েছেন ভুক্তভোগীরা।