ছাত্রলীগ ক্যাডার ‘ককটেল রবিন’কে গ্রেফতারের দাবিতে ডিসি-এসপিকে স্মারকলিপি

সংবাদ বিজ্ঞপ্তি : বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হত্যা মামলার আসামি গডফাদার শামীম ওসমানের পা-চাটা ক্যাডার, কুখ্যাত ছাত্রলীগ নেতা বিল্লাল হোসেন রবিন ওরফে ‘ককটেল রবিনকে’ দ্রুত গ্রেফতার করতে নারায়ণগঞ্জ জেলা প্রশাসক ও পুলিশ সুপার বরবার স্মারকলিপি দিয়েছেন নারায়ণগঞ্জের সচেতন সাংবাদিক সমাজ। সোমবার (১০ মার্চ) জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিঞা এবং পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদারের কার্যালয়ে এই স্মারকলিপি প্রদান করা হয়।


 
স্মারকলিপিতে উল্লেখ করা হয়, সাংবাদিকতার আড়ালে সাবেক সাংসদ গডফাদার শামীম ওসমানের ক্যাডার হিসেবে নানা অপকর্মের মাধ্যমে প্রচুর বিত্ত-বৈভবের মালিক সিদ্ধিরগঞ্জের সাবেক সুমিলপাড়ার ইউনিয়ন ছাত্রলীগ ক্যাডার বিল্লাল হোসেন রবিন (৪৫)। পিতা মজিবুর রহমান, সাং-সোনামিয়া বাজার, সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ। সাংবাদিকতার আড়ালে নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সহসভাপতি (শামীম ওসমান মনোনিত) সাবেক ছাত্রলীগ নেতা বিল্লাল হোসেন রবিন গডফাদার শামীম ওসমানের একনিষ্ঠ অনুসারী। রবিন নারায়ণগঞ্জ সরকারি তোলারাম কলেজের ছাত্রলীগ কমিটির বাদল-হেলাল পরিষদের সঙ্গে রাজনীতি করতেন। সেসময় অনেকেই তাকে ‘ককটেল রবিন’ নামে জানতো। সেই সূত্রেই রবিন শামীম ওসমানের শীষ্যত্ব গ্রহণে করে ছাত্রলীগকে মগজে ধারণ করে এবং আওয়ামী লীগের দোসর হিসেবে সবসময়ই সচল।

গত ৫ আগস্ট গডফাদার শামীম ওসমান পালিয়ে গেলেও তার পক্ষালম্বন করে তার কাছে নারায়ণগঞ্জের সকরল তথ্য, চিত্র পাচারকরণ কাজে নিয়োজিতসহ আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর নানা পায়তারায় জড়িত। ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের সময় গডফাদার শামীম ওসমানের পিএস মান্না, শ্যালক এহসানুলক হক নিপুর সঙ্গে বিএনপি-জামায়াত নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়েরকালে নাম, তথ্য, ঠিকানা দিয়ে এজাহারভুক্ত করতেন। এসব কাজ তিনি রাইফেল ক্লাবে বসেই সম্পাদক করতেন। শুধু তাই নয়, চাষাঢ়ায় অবস্থিত শহীদ জিয়া হলে স্থাপিত শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ম্যুরাল ভাঙার অন্যতম পরিকল্পনাকারী এই রবিন।

শুধু তাই নয়, শামীম ওসমানের অন্যতম ক্যাডার একসময়কার ইন্টারপোলের রেড ওয়ারেন্টভুক্ত শীর্ষ সন্ত্রাসী বর্তমানে হত্যা মামলায় কারাগারে থাকা সাবেক ৬নং ওয়ার্ড কাউন্সিলর মতিউর রহমান মতির কাছ থেকে সাংবাদিকতা তথা প্রেসক্লাবের নামে প্রতি মাসে ৫ লাখ টাকা গ্রহণ করতেন। এই মর্মে ২০২৪ সালের ২৮ আগস্ট সিদ্ধিরগঞ্জ থানা বিএনপি রবিনের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার অভিযোগ দেয়। এরআগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ইব্রাহিম হত্যা মামলায় ২১ (ফতুল্লা মডেল থানার মামলা নং-২১, ২২/৮/২০২৪) এবং সিদ্ধিরগঞ্জের মাছ ব্যবসায়ী মিলন হত্যা মামলার আসামি (সিদ্ধিরগঞ্জ থানায় মামলা দায়েরকৃত মামলার ৪৪ নং আসামি)। ভয়ানক এই ছাত্রলীগ ক্যাডার সাংবাদিকতার আড়ালে গ্রেফতারের আওতায় বাহিরে থাকায় নানাবিধ অপকর্ম করেই যাচ্ছে। গত ২৯/১০/২০২৪ তারিখে নারায়ণগঞ্জ প্রেসক্লাবে শামীম ওসমানের কিছু দোসরদের বিরুদ্ধে স্থানীয় ও জাতীয় পত্রিকার সাংবাদিকরা স্মারকলিপি প্রদান করতে গেলে সাংবাদিক মাসুদ রানা রনিকে কোপ দিয়া রক্তাক্ত জখম করে এবং ওই সময় এই কুখ্যাত ছাত্রলীগ নেতা বিল্লাল হোসেন রবিন তার হাতে থাকা অবৈধ বৈদেশিক হাইভোল্টের ট্রেজার দিয়া হত্যার উদ্দেশ্যে বৈদ্যুতিক শক দিলে রনি বেহুশ হয়ে পড়ে, এসময় রবিনের সেই হাইভোল্টেজ ট্রেজারে উপস্থিত কয়েকজন সাংবাদিকও মারাত্মক আহত হন। এঘটনায় নারায়ণগঞ্জ সদর মডেল থানায় মামলা দায়ের করা হয়। (মামলা নং-১২, ২৯/১০/২০২৪)।

এরপরেও নানাবিধ সন্ত্রাসী ও উস্কানি কর্মকাণ্ডের মাধ্যমে আওয়ামী লীগের এজেন্ডা বাস্তবায়নে কাজ করছে রবিন। তার সেই হাইভোল্টেজ ট্রেজারে আহত সাংবাদিকদের মধ্যে একজন সাংবাদিক সেলিম একদিন পর জানায় (সাংবাদিক আবু বকর সিদ্দিককে) ইলেকট্রিক শক দেয়ার পর তার শরীর দুর্বল হয়ে গেছে এবং এর কিছুদিন পর সাংবাদিক সেলিম মারা যান। সেই ইলেকট্রিক শক দেয়ার পর থেকে স্বনামধন্য নয়াদিগন্তের জেলা মাল্টিমিডিয়া প্রতিনিধি আশিকুর রহমান সাজু মারাত্মকভাবে অসুস্থাবস্থায় শয্যাশায়ী। এই সন্ত্রাসী ছাত্রলীগ নেতা রবিন (ককটেল রবিন) একের পর এক অপকর্ম করে পার পেয়ে যাওয়ায় নারায়ণগঞ্জে আরো অনেক সন্ত্রাসীকে আওয়ামী লীগ এজেন্ডা বাস্তবায়নের নির্দেশনা দিয়ে যাচ্ছে। সার্বিক সকল বিষয় পর্যালোচনা করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হত্যা মামলার আসামি কুখ্যাত ছাত্রলীগ নেতা বিল্লাল হোসেন রবিন ওরফে ককটেল রবিনকে গ্রেফতারের বিষয়ে উদ্যোগ নিতে মহোদয়ের যেন মর্জি হয়। স্মারকলিপির সাথে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হত্যা মামলায় ফতুল্লা ও সিদ্ধিরগঞ্জ থানার দায়েরকৃত মামলার অনুলিপিসহ অন্যান্য অভিযোগের বিষয়ের অনুলিপি সংযুক্তি আকারে প্রদান করা হয়।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

নারায়ণগঞ্জ মেইলে এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

সর্বশেষ