নারায়ণগঞ্জ মেইল: নারায়ণগঞ্জের গডফাদারখ্যাত মাষ্টার দেলুর অন্যতম সহযোগী জনি ওরফে গুল্লী জনিকে (২৮) বিপুল পরিমান মাদক দ্রব্য সহ গ্রেপ্তার করা হয়েছে। এসময় মাদক বিক্রির কাজে ব্যবহৃত ১টি মোবাইল সেট উদ্ধার করা হয়। গত ২৭ সেপ্টেম্বর সন্ধ্যায় র্যাবের মাদক নিয়ন্ত্রন অভিযানে নারায়ণগঞ্জের রুপগঞ্জ উপজেলার শিংলাব মোল্লা টাওয়ারের পাশের একটি বালুর মাঠ থেকে ৩৭০ পিছ ইয়াবা ট্যাবলেট সহ জনিকে গ্রেপ্তার করেছে র্যাব ১১’র একটি দল।
বিভিন্ন সুত্রে জানা যায়, জনি ওরফে গুল্লী জনি মাষ্টার দেলুর সহযোগী ছিলেন। মাষ্টার দেলুর খুন, ডাকাতি ও মাদক ব্যবসা সহ বিভিন্ন অপরাধের সাথে সরাসরি জড়িত ছিলো। তবে মাষ্টার দেলু আইন শৃঙ্খলা বাহিনীর সাথে বন্ধুক যুদ্ধে নিহত হওয়ার পর জনি ওরফে গুল্লী জনি পলাতক ছিলো। পরে কিছু দিন পলাতক থেকে পুনরায় তল্লা, হাজীগঞ্জ, কিল্লারপুল, খানপুর সহ শহরের বিভিন্ন স্থানে মাদক বিক্রি করে আসছিলো। সময়ের ব্যবধানে মাষ্টার দেলুর মত পুরো শহরে মাদকের সম্রাট হয়ে ওঠে। আর খানপুর রেল লাইন থেকে চাঁনমাড়ি রেল লাইন পর্যন্ত প্রায় ১২ থেকে ১৫ জন মাদক বিক্রেতা দিয়ে প্রকাশ্যে মাদক বিক্রি করতো। এছাড়াও কেউ বাধা দিলে মানুষকে মারধর করতো।
র্যাব সূত্রে জানা যায়, গোপন সংবাদের মাধ্যমে এএসপি মোস্তাফিজুর রহমান এর নেতৃত্বে সঙ্গীয় ফোর্সসহ জনিকে ৩৭০ পিস ইয়াবাসহ হাতেনাতে গ্রেপ্তার করে। যার বাজার মূল্য ১,১১,০০০/-(একলক্ষ এগার হাজার) টাকা। র্যাব আরও জানায়, ধৃত আসামী উক্ত এলাকায় সহ শহরের বিভিন্ন স্থানে দীর্ঘদিন যাবৎ মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় করিয়া আসছিলো।