ঐতিহ্যবাহী ওসমান পরিবারের মুকুটে যোগ হলো আরেকটি পালক

নারায়ণগঞ্জ মেইল: নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির প্রায় দেড় হাজারের কাছাকাছি আইনজীবীদের জন্য নির্মিত হচ্ছে ডিজিটাল বার ভবনটি। নির্মাণ কাজ চলমান। ৮তলা বিশিষ্ট ভবন হবে এটি। এই ভবন নির্মাণের জন্য ইতিমধ্যে ৩ কোটি ১৬ লাখ টাকা অনুদান প্রদান করেছেন নারায়ণগঞ্জ-৫ (সদর-বন্দর) আসনের সংসদ সদস্য একেএম সেলিম ওসমান। এতদিন নির্মিতব্য এই ভবনটিকে ডিজিটাল বার ভবন হিসেবে উল্লেখ করা হলেও এখন থেকে ডিজিটাল এই বার ভবনটির নাম হলো বীর মুক্তিযোদ্ধা সেলিম ওসমান ভবন। নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির বিশেষ সাধারণ সভায় সর্বসম্মতিতে এই সিদ্ধান্ত গৃহীত হয়।

 

১৯ অক্টোবর বুধবার দুপুরে ওই ভবনটির নিচ তলায় আইনজীবী সমিতির বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সভায় জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট হাসান ফেরদৌস জুয়েলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রবিউল আমিন রনির পরিচালনায় আইনজীবী সমিতির কয়েকশ আইনজীবী উপস্থিত ছিলেন।

 

এই সভায় আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদকবৃন্দ সহ বিগত সময়ের আইনজীবী সমিতির কর্মকর্তাগণ বক্তব্য রাখেন। সভায় আইনজীবীদের সর্বসম্মতিক্রমে সমিতির গঠনতন্ত্রের বেশকটি অনুচ্ছেদের পরিবর্তন ও সংযোজন করা হয়েছে।

 

একই সভায় উপস্থিত আইনজীবীদের সম্মতিতে নবনির্মিত ডিজিটাল বার ভবনটির নাম এমপি একেএম সেলিম ওসমানের নামে নামকরণ করার দাবি ওঠলে সভায় সকল আইনজীবীদের সম্মতিতে গৃহিত হয়। এখন থেকে এই ভবনটির নাম হবে বীর মুক্তিযোদ্ধা সেলিম ওসমান ভবন।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

নারায়ণগঞ্জ মেইলে এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

সর্বশেষ