অবশেষে এসআই শামীম বহিষ্কার “প্রয়োজনে ওসির বিরুদ্ধেও ব্যবস্থা”

নারায়ণগঞ্জ মেইল: নারায়ণগঞ্জের চাঞ্চল্যকর দিশা মনি ধর্ষণ ও হত্যা মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই শামীমকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এ বিষয়ে নারায়ণগঞ্জ পুলিশ সুপার মো. জায়েদুল আলম পিপিএম বলেছেন, জিসা মনি ঘটনায় বিভিন্ন গণমাধ্যমে প্রচারিত প্রতিবদেন সহ তদন্ত কমিটি বিষয়টি খতিয়ে দেখেছে। সেখানে এ মামলায় অপেশাদারীত্ব ও অবৈধ সুযোগ লাভ করার যে অভিযোগ ছিল এর প্রাথমিক সংশ্লিষ্টতা পাওয়া গেছে। আর এজন্য গত বৃহস্পতিবার শামীম আল মামুনকে চাকুরী থেকে সাময়িক বরখাস্ত সহ তার বিরুদ্ধে বিভাগীয় মামলা রুজু প্রক্রিয়াধীন আছে। আজ ৩১ আগস্ট সোমবার সন্ধ্যায় জেলা পুলিশ সুপার কার্যালয়ে গণমাধ্যমকে তিনি এ তথ্য নিশ্চিত করেছেন।

মামলা প্রত্যাহারের বিষয়ে তিনি জানান, যদিও স্বিকারোক্তিতে খুন, র্ধষণ ও গুমের বিষয়টি আমরা শুনে আসছিলাম। তবে জবানবন্দি অনুযায়ী তারা কিন্তু ৯ এর ক সেই ধারায় এখন জেল হাজতে নেই। তারা পূর্বের ৭/৩০ অপহরণ ও সহযোগী হিসেবেই মামলাটি রুজু থাকায় জেল হাজতে আটক আছে। সেক্ষেত্রে আইনহতভাবে চাইলে অভিযুক্তরা প্রত্যাহারের জন্য আদালতে আবেদন করতে পারে। আমি যতটুকু জানি তারা আদালতে আবেদন করেছে এবং আদালত নথিভুক্ত করেছেন।

এ ঘটনায় অন্য কেউ জড়িত থাকতে পারে কিনা এমন প্রশ্নের জবাবে পুলিশ সুপার জানান, এখনো যেহেতু মামলা চলমান ও তদন্ত প্রক্রিয়াধীণ রয়েছে। তাই এ বিষয়ে এখনো বিস্তারিত বলা যাচ্ছে না। তবে প্রাথমিকভাবে আর কারো সংশ্লিষ্টতা পাওয়া যায়নি। পুলিশ এ বিষয়টিকে খুব গুরুত্ব সহকারে দেখছে। এসময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মোস্তাফিজুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি) জাহিদ আলম পারভেজ সহ পুলিশের অন্যান্য কর্মকর্তা ও গণমাধ্যমকর্মীরা।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

নারায়ণগঞ্জ মেইলে এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

সর্বশেষ