পরিবহন ব্যবসায়ী মোক্তার হোসেনের মৃত্যুতে পূজা পরিষদের শোক

নারায়ণগঞ্জ মেইল: নারায়ণগঞ্জ জেলা বাস-মিনিবাস মালিক সমিতির সভাপতি মোক্তার হোসেন খন্দকার মৃত্যুবরণ করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন। রবিবার (৩ জানুয়ারি) সন্ধ্যায় বাংলাদেশ স্পেশালাইসড হাপতালে তিনি ইন্তেকাল করেন।তার পারিবারিক সূত্র এই তথ্য নিশ্চিত করেছেন।

নারায়ণগঞ্জের বিশিষ্ট এই পরিবহন ব্যবসায়ীর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে নারায়ণগঞ্জ জেলা পূজা উদযাপন পরিষদ। সংগঠনের সভাপতি দীপক কুমার সাহা ও সাধারণ সম্পাদক শিখন সরকার শিপন এক শোক বার্তায় মরহুমের বিদেহী আত্মার শান্তি কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

নারায়ণগঞ্জ মেইলে এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

সর্বশেষ