নারায়ণগঞ্জের ব্যবসায়ী নেতৃত্বে ওসমানীয় কর্তৃত্ব!

নারায়ণগঞ্জ মেইল: দীর্ঘদিন নারায়ণগঞ্জের ব্যবসায়ীদের জিম্মি করে রেখেছিল ওসমান ভ্রাতৃদ্বয়। নারায়ণগঞ্জের ৭২টি ব্যবসায়ী সংসগঠন একক নিয়ন্ত্রন ছিল ওসমান পরিবারের হাতে। তবে ৫ আগস্ট ছাত্র জনতার আন্দোলনে আওয়ামীলীগ সরকার পতনের পর পালিয়ে যান নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য শামীম ওসমান ও নারায়ণগঞ্জ-৫ আসনের সাবেক সংসদ সদস্য সেলিম ওসমান। নিট পোশাকশিল্পের সবচেয়ে বড় সংগঠন বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিকেএমইএ) সভাপতি ছিলেন সেলিম ওসমান। সেলিম ওসমান আত্মগোপনে যাওয়ার পর তার প্রেসক্রিপশনে সভাপতি হন মোহাম্মদ হাতেম। যিনি সেলিম ওসমান সভাপতি থাকাকালীস সময়ে বিকেএমইএ’র নির্বাহী সভাপতি পদে ছিলেন। একই সাথে গণহত্যার উস্কানী দিয়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সামনে দাঁড়িয়ে ব্যক্তব্য দিয়েছিলেন হাতেম। অপর দিকে ৫ আগস্ট পরবর্তি সময়ে ব্যবসায়ীদের শীর্ষ আরেকটি সংগঠন নারায়ণগঞ্জ জেলা চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি পদে বিনা প্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিত হয়েছেন মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু। যিনি শামীম ওসমানের ঘনিষ্টজন ছিলেন। এমনকি শামীম ওসমানের পরিবারকে দেশ ত্যাগে সহযোগীতার অভিযোগসহ শামীম ওসমানের ব্যবসা পরিচালনার অভিযোগ রয়েছে বিএনপির এই নেতার বিরুদ্ধে। যা নিয়ে ইতিমধ্যে স্থানীয় ও জাতীয় দৈনিকগুলোতে সংবাদ প্রকাশ হলেও বহাল তবিয়তে রয়েছেন দিপু ভূইয়া।


জানাগেছে, গত ১০ মে মোহাম্মদ হাতেমের নেতৃত্বে ৩৫ জনের প্যানেলের ২০ জনই ছিলেন সেলিম ওসমানের প্যানেলের। হাতেমের ঘোষিত প্যানেলের অধিকাংশ নেতা ওসমান পরিবারের ঘনিষ্ঠজন এবং সাবেক সভাপতি সেলিম ওসমানের আস্থাভাজন। এমনকি মোহাম্মদ হাতেম নিজেও বিগত নির্বাচনগুলোতে সেলিম ওসমানের নেতৃত্বাধীন প্যানেল থেকে অংশ নিয়েছিলেন। সেলিম ওসমান দীর্ঘসময় বিকেএমইএ’র সভাপতি থাকলেও পরিচালনায় ছিলেন মোহাম্মদ হাতেম। ৫ আগস্টের পর সেলিম ওসমান আত্মগোপনে থেকে বিকেএমইএ’তে পদত্যাগপত্রে নির্বাহী সভাপতির পদে থাকা মোহাম্মদ হাতেমকে সভাপতি করার পরামর্শও দেন। বিষটি নিয়ে সমালোচনা সৃষ্টি হলে গত ১০ মে ড্যামি নির্বাচনের মাধ্যমে বিনা ভোটে ফের সভাপতি হন মোহাম্মদ হাতেম। স্বৈরাচারের দোসর হিসেবে পরিচিত হাতেম ৫ আগষ্টের পর ভোল পাল্টে বিকেএমইএ’র সভাপতি হয়ে সেলিম ওসমানের এজেন্ডা বাস্তবায়নে কাজ করছেন। অভিযোগে রয়েছে, বিএনপির শীর্ষ কয়েকজন নেতাকে ম্যানেজ করে দাপটের সাথে দিন কাটাচ্ছেন গনহত্যার উস্কানীদাতা মোহাম্মদ হাতেম।


অপরদিকে, শামীম ওসমানের প্রেসক্রিপশনে নারায়ণগঞ্জ জেলা চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি হন দিপু ভূইয়া। ৫ আগস্টের পর নারায়ণগঞ্জ চেম্বারের পভাপতি পদে বেশ সরব ছিলেন মডেল প্রুগের চেয়ারম্যান মাসুদুজ্জামান। কিন্তু শেষ মূহূর্তে সভাপতি পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় দিপু ভূইয়া সভাপতি হয়েছেন। শামীম ওসমান আত্মগোপনে যাওয়ার আগে সর্বশেষ যে বাড়িতে অবস্থান নিয়েছিলেন সেই বাড়িটি মালিক ছিলেন দিপু ভূইয়া। বিষয়টি নিশ্চিত করেছেন শামীম ওসমানের পারিবারিক বিশ্বস্ত একজন। যার কল রেকর্ড সংগ্রহ রয়েছে এই প্রতিবেদকের কাছে। শামীম ওসমানের পারিবারিক বিশ্বস্ত ব্যক্তি জানান, গুলশানে মালিকানাধীন গাউসিয়া ভবনে শামীম ওসমানকে একটি ফ্ল্যাট উপহার দিয়েছিলেন দিপু ভূইয়া। গত ১৯ জুলাই শামীম ওসমান ও অয়ন ওসমান ছাত্র জনতার উপর গুলি বর্ষন শেষে ঢাকা গাউসিয়া ভবনে অবস্থান নেন। সেই সময় শামীম ওসমান পালিয়ে গেছে এমন একটি গুজব ছড়িয়ে পড়লে ওয়ন ওসমান ফেসবুকে এক ভিডিও বার্তায় নিশ্চিত করেন তারা এখনো বাংলাদেশেই আছেন। যে বাড়ি থেকে ভিডিও বার্তা দেয়া হয়েছিলো সেটি দিপু ভূইয়ার বাড়ি ছিল।


গত ৫ আগষ্ট শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে গেলেও শামীম ওসমান ও তার ছেলে অয়ন ওসমান আত্মগোপনে চলে যান। গুলশানের বাড়িতে আটকা পরেন লিপি ওসমানসহ পরিবারের অন্য সদস্যরা। ঐ দিন তাণ্ডবে সকাল সাড়ে ১০টায় পারিবারিক বন্ধু বিএনপি নেতা দিপু ভূঁইয়া ওসমান পরিবারের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেন। রাত ১১ টায় দিপু ভূঁইয়া নিজেই কালো গ্লাস ঘেরা গাড়িতে করে লিপি ওসমান, তার মেয়ে লাবিবা জোহা অঙ্গনা, অয়নের স্ত্রী ইরফানা আহমদ রাশমী ও অয়নের শিশু সন্তানকে নিয়ে রওনা দেন সিলেটের উদ্দেশ্যে। ওসমান পরিবারকে পালিয়ে যেতে সহযোগীতা করার পাশিপাশি বর্তমানে শামীম ওসমানের বেনামে সকল ব্যবসায়ী প্রতিষ্ঠান পরিচালনা করছেন দিপু ভূইয়া।


নারায়ণগঞ্জের ব্যবসায়ী সমাজ বলছে, ৫ আগস্টের পর আমরা মনে করেছিলাম এবার ওসমান পরিবারের অত্যাচার থেকে আমরা মুক্তি পাবো। কিন্তু সেই ওসমান পরিবারের নিয়ন্ত্রনেই শীর্ষ দুই ব্যবসায়ী সংগঠন।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

নারায়ণগঞ্জ মেইলে এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

সর্বশেষ