কৃষকদলের আহবায়ক মনির খানকে পারভেজ-জিয়ার শুভেচ্ছা

নারায়ণগঞ্জ মেইল: নব গঠিত নারায়ণগঞ্জ মহানগর কৃষক দলের আহবায়ক মনির হোসেন খানকে ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন নারায়ণগঞ্জ জেলা যুবদলের সহ সভাপতি পারভেজ মল্লিক ও মহানগর স্বেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জিয়াউর রহমান জিয়া। মঙ্গলবার ৮ ডিসেম্বর সন্ধ্যায় শহরের দেওভোগ এলাকায় এ শুভেচ্ছা নিবেদন অনুষ্ঠিত হয়।

এ সময় মনির হোসেন খান উপস্থিত নেতাকর্মীদের ধন্যবাদ জানান এবং আগামী দিনে আন্দোলন সংগ্রামে রাজপথে বলিষ্ঠ ভূমিকা রাখার আহবান জানান।

ফুলের শুভেচ্ছা প্রদানকালে আরো উপস্থিত ছিলেন মহানগর স্বেচ্ছাসেবক দলের সহ সাধারণ সম্পাদক রাজু আহম্মেদ রাজন, সমবায় বিষয়ক সম্পাদক জাকির হোসেন, সহ কৃষি বিষয়ক সম্পাদক জাহিদ প্রধান, সদস্য মোঃ কাইয়ুম, কামাল, মমিন, যুবদল নেতা হালিম, মৎসজীবী দলের যুগ্ম আহবায়ক দেলোয়ার হোসেন দিলিপ, মহানগর ছাত্রদলের যুগ্ম সম্পাদক ইব্রাহিম আহম্মেদ বাবু, মহানগর কৃষক দলের সদস্য মুকুল মিয়া, ১৬ নং ওয়ার্ড ছাত্রদলের সদস্য জীবন, রায়হান, অনিক, মোঃ অদিত প্রমূখ।

নারায়ণগঞ্জ মেইলে এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

সর্বশেষ