সংবাদ বিজ্ঞপ্তি: রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুলে বিমান বিধ্বস্ত হয়ে হতাহতের ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক ও সদর থানা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট এইচএম আনোয়ার প্রধান। গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এই শোক জানান।
বিবৃতিতে উল্লেখ করা হয়, মর্মান্তিক এই দুর্ঘটনায় যারা নিহত হয়েছেন তাদের সকলের বিদেহী আত্মার শান্তি কামনা করছি। আল্লাহ রাব্বুল আলামীন যেনো তাদের সবাইকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করছি। এই দুর্ঘটনায় যারা আহত হয়েছেন তাদের সকলের সুস্থতা কামনা করছি। পরম করুনাময় যেনো তাদেরকে দ্রুত সুস্থতা দান করেন, আমিন।
উল্লেখ্য, সোমবার ২১ জুলাই দুপুরে রাজধানীর উত্তরায় তুরাগ থানাধীন দিয়াবাড়ি এলাকায় মাইলস্টোন স্কুলের একটি ভবনের ওপর বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে অন্তত ২০ জন নিহত এবং শতাধিক আহত হয়েছেন।