নারায়ণগঞ্জ মেইল: আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনয়ন প্রাপ্তির ক্ষেত্রে রাজপথে আন্দোলন সংগ্রামের পাশাপাশি ক্লিন ইমেজের ব্যক্তিদের প্রধান্য দেয়া হবে। সেদিক থেকে নারায়ণগঞ্জ বিএনপিতে সবচেয়ে এগিয়ে রয়েছেন মহানগর বিএনপির আহবায়ক এডভোকেট সাখাওয়াত হোসেন খান। বিগত সময়ে সরকার বিরোধী আন্দোলনে রাজপথে উজ্জল ভূমিকার পাশাপাশি একজন সৎ নির্ভিক ভদ্রলোক হিসেবে সর্বমহলে সমাদৃত নাম হচ্ছে এডভোকেট সাখাওয়াত। রাজপথের পাশাপাশি ক্লিন ইমেজের যুগলবন্দি হচ্ছেন সাখাওয়াত।
২০০৬ সালে ক্ষমতা ছাড়ার পর থেকে আর ক্ষমতার স্বাদ পায়নি বাংলাদেশের অন্যতম বৃহৎ রাজনৈতিক দল বিএনপি। এ সময়ের মধ্যে স্বৈরাচারি হাসিনা সরকারের বিরুদ্ধে লাগাতার আন্দোলন সংগ্রাম চালিয়ে গেছেন দলটির নেতাকর্মীরা। ফলস্বরূপ হাসিনার পালিত পুলিশ বাহিনীর দেওয়া অসংখ্য মিথ্যা মামলার আসামী হয়ে দিনের পর দিন তাদেরকে ঘরবাড়ি ছেড়ে পালিয়ে যাযাবর জীবন যাপন করতে হয়েছে, জেল খাটতে হয়েছে বারবার। এ সময়ে রাজপথের সবচেয়ে আলোচিত নাম হচ্ছে এডভোকেট সাখাওয়াত হোসেন খান। সরকার বিরোধী যে কোনো কর্মসূচিতে সবার আগে থাকতেন তিনি। নেতাকর্মীদেও সাথে নিয়ে পুলিশের সাথে লড়াই করেছেন, পুলিশের হামলার স্বীকার হয়েছেন এমনকি জেলও খেটেছেন একাধিকবার তবুও রাজপথ থেকে সরে আসেননি।
২০১৪ সালে নারায়ণগঞ্জের আলোচিত সাত খুন মামলায় চরম সাহসিকতার সাথে তৎকালীন স্বৈরাচারী সরকার ও তার এলিট বাহিনীর বিপক্ষে গিয়ে আইনী লড়াই করেছেন বুক চিতিয়ে। ক্ষমতাশীণদের রক্তচক্ষুকে উপেক্ষা করে এবং কোটি টাকার লোভনীয় অফারকে দুপায়ে মাড়িয়ে তিনি সত্য ও ন্যায়ের পক্ষে লড়ে গেছেন এবং দোষীদের সর্বোচ্চ শাস্তি পর্যন্ত আইনী লড়াই চালিয়ে গেছেন যা এখনও নারায়ণগঞ্জবাসীর কাছে বিরল ঘটনা হিসেবে সমাদৃত হয়ে আছে।
এছাড়াও গত ১৫ বছর ফ্যাসিষ্ট সরকারের দেওয়া অসংখ্য মিথ্যা মামলায় আসামী হওয়া বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের মামলা বিনা খরচে লড়ে গেছেন এডভোকেট সাখাওয়াত হোসেন খান। নারায়ণগঞ্জ আদালতে বিএনপির নেতাকর্মীদের ভরসার আশ্রয়স্থল হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছিলেন এই আইনজীবী নেতা। আইনী সহায়তা প্রদানের ক্ষেত্রে কে কার লোক এটা কখনো বিবেচনা করেননি তিনি। এমনও ঘটনা ঘটেছে নিজের পকেটের টাকা খরচ করে যে বিএনপি নেতাকে তিনি জামিন করিয়েছেন সে নেতা ঐদিনই তার বিরুদ্ধে বক্তব্য দিয়েছেন, এমনকি সাখাওয়াতের বহিস্কারও দাবি করেছেন। তবুও তিনি পিছপা হননি।
রাজপথে গুরুত্বপূর্ণ অবদানের পাশাপাশি স্বচ্ছ ব্যক্তিত্বের কারনে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-৫ আসনে সবচেয়ে সুবিধাজনক স্থানে অবস্থান করছেন এডভোকেট সাখাওয়াত। দলের ভারপ্রাপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুদৃষ্টির পাশাপাশি তৃণমূল নেতাকর্মীদেও আস্থা ও ভরসার কেন্দ্রবিন্দুতে এখন তার অবস্থান।