না’গঞ্জ ক্লাবে টেনিস টুর্নামেন্টের উদ্বোধন

নারায়ণগঞ্জ মেইল: এলিট শ্রেনীর ক্লাব হিসেবে পরিচিত নারায়ণগঞ্জ ক্লাব লি. এর আয়োজনে শুরু হয়েছে নারায়ণগঞ্জ ক্লাব টেনিস টুর্নামেন্ট ২০২২।

 

রবিবার (০৪ ডিসেম্বর) বিকেলে ক্লাবের টেনিস কোর্টে অত্যন্ত আড়ম্বরপূর্ণ পরিবেশে এ টেনিস টুর্নামেন্টের উদ্বোধন করেন নারায়ণগঞ্জ ক্লাব লি. এর সিনিয়র সহ সভাপতি ও দৈনিক সবার কন্ঠ পত্রিকার প্রকাশক ও সম্পাদক আলহাজ্ব ফয়েজউদ্দিন আহমেদ লাভলু।

 

নারায়ণগঞ্জ ক্লাবের সহ সভাপতি মোস্তফা এমরানুল হক এর সভাপতিত্বে এবং মোফাজ্জল হোসেন মিন্টুর সঞ্চালনায় অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ক্লাবের সাবেক সভাপতি ও বর্তমান সদস্য খবিরউদ্দিন আহমেদ খবু, ক্লাব সদস্য এস.এম রানা সহ অন্যান্য সদস্যবৃন্দ।

টুর্নামেন্টের প্রথম খেলায় রানা-সোহাগ জুঁটি গোলাম-নান্নু জুঁটিকে পরাজিত করে এবং দ্বিতীয় খেলায় নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার গোলাম মোস্তাফা রাসেল জুঁটি আলহাজ্ব মো: আসলাম জুঁটিকে পরাজিত করে ২য় রাউন্ডে উত্তীর্ণ হয়।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

নারায়ণগঞ্জ মেইলে এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

সর্বশেষ