‘চুপি চুপি’ গানে আত্মপ্রকাশ করলো নারায়ণগঞ্জের ইমরান

নারায়ণগঞ্জ মেইল: প্রকাশ হলো নারায়ণগঞ্জের ছেলে মোঃ ইমরানের প্রথম গান ‘চুপি চুপি’। গানটি লিখা ও সুরসহ কম্পোজ করেছেন ড: রাফসানজানি। সম্প্রতি গানটির অডিও ভার্সন ইউটিউব চ্যানেল ‘রাফসানজানি’তে প্রকাশিত হয়েছে।

গানটি নিয়ে ইমরান বলেন, সর্ব প্রথম সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা। কৃতজ্ঞতা জানাই গুরু রাফসানজানী, পিতা-মাতা ও দানতারা মিউজিক একাডেমীর প্রতি। গুরু বলেন, ‘প্রতিটি মানুষই সৃষ্টির শ্রেষ্ঠ, এক একজন আলাদিনের চেরাগ।

নিজেকে ঘষতে জানলেই সাধরণ থেকে অসাধারণে পরিণত হয় । আর স্থান করে নেয় উজ্জল তারার স্থলে’। সেই দর্শন থেকেই গানিটির সৃষ্টি। আশা করি সকলের ভালো লাগবে। সকলের দোয়া ও ভালোবাসা কামনা করছি।

গায়ক ইমরান নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন ২৫ নং ওয়ার্ডস্থ দক্ষিণ লক্ষণখোলা গ্রামের সন্তান। ‍পিতা মোঃ আলী আক্কাস ও মাতা আসমা খানমের ১ম পুত্র সন্তান তিনি। তার নানাবাড়ি নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন ১৯ নং ওয়ার্ডস্থ মদনগঞ্জ। ইমরান নারায়ণগঞ্জ জেলা আদালতে শিক্ষনবিশ আইনজীবীর পাশাপাশি সাংবাদিকতায় নিয়োজিত আছেন।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

নারায়ণগঞ্জ মেইলে এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

সর্বশেষ