তারেক রহমানের ঈদ উপহার পেলেন সোনারগাঁয়ের প্রয়াত যুবদল নেতার পরিবার

নারায়ণগঞ্জ মেইল: সারাদেশে বিএনপির প্রয়াত নেতাকর্মীদের পরিবারের কাছে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে ঈদ উপহার পৌছে দেয়ার অংশ হিসেবে সোনারগাঁ থানাধীন সনমান্দী ইউনিয়ন যুবদল নেতা শহীদ মাহবুবুর রহমানের পরিবারের হাতে ঈদ উপহার তুলে দেয়া হয়েছ।

 

বৃহস্পতিবার (২০ এপ্রিল) বিকেলে তারেক রহমানের পক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের নির্দেশক্রমে ঈদ উপহার সামগ্রী পৌঁছে দেন যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম-সাধারণ সম্পাদক সাব্বির আহমেদ দীপু, সদস্য (সহ-সাধারণ সম্পাদক) মোহাম্মদ দুলাল হোসেন, সদস্য মো: সাইদুর রহমান সোহেল, সোনারগাঁও উপজেলা যুবদলের আহবায়ক সহিদুর রহমান স্বপন, সিনিয়র যুগ্ম-আহ্বায়ক আশরাফ ভূঁইয়া, যুগ্ম-আহ্বায়ক রাসেল রানা, নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম-সম্পাদক মশিউর রহমান শান্ত।

নারায়ণগঞ্জ মেইলে এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

সর্বশেষ