সালু-নাসিরের নেতৃত্বে সোনারগাঁ স্বেচ্ছাসেবক দলের শোডাউন

নারায়ণগঞ্জ মেইল: সরকারের পদত্যাগ, নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনসহ ১০দফা বাস্তবায়ন ও বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া, মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং স্থায়ী কমিটির মির্জা আব্বাসসহ নেতৃবৃন্দের মুক্তির দাবিতে দেশব্যাপী কর্মসূচির অংশ হিসাবে নগরীতে গণমিছিল কর্মসূচি পালন করেছে নারায়ণগঞ্জ জেলা ও মহানগর বিএনপি।

 

নারায়ণগঞ্জ জেলা ও মহানগর বিএনপি আয়োজিত গণ মিছিলে শোডাউন করেছে সোনারগাঁ উপজেলা স্বেচ্ছাসেবক দল। সংগঠনের আহ্বায়ক সালাউদ্দিন সালু ও সদস্য সচিব নাসির উদ্দিনের নেতৃত্বে কয়েকশো নেতাকর্মী বিশাল মিছিল নিয়ে নারায়ণগঞ্জের রাজপথ প্রদক্ষিণ করেন। এ সময় বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও মহাসচিব মীর্জা ফখরুল ইসলাম আলমগীরসহ গ্রেফতারকৃত সকল নেতা কর্মীদের মুক্তির দাবিতে স্লোগান দেন সোনারগাঁ উপজেলা স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ।

 

শনিবার ( ২৪ ডিসেম্বর ) বিকেল তিনটায় নগরীর মিশনপাড়া হোসিয়ারি সমিতির সামনে থেকে এই গণমিছিল অনুষ্ঠিত হয়। গণমিছিলটি নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে চাষাড়া চত্বরে এসে সমাপ্ত হয়।

নারায়ণগঞ্জ মেইলে এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

সর্বশেষ