ফতুল্লায় দুই সন্ত্রাসী গ্রেফতার

নারায়ণগঞ্জ মেইল: বিসিক এলাকার বিভিন্ন অপরাধের নিয়ন্ত্রক সন্ত্রাসী নাজমুল ও রহমান নামক দুইজনকে গ্রেপ্তার করেছে ফতুল্লা মডেল থানা পুলিশ। মঙ্গলবার (৩১ মে) রাতে তাদের কে ফতুল্লার বিসিকস্থ শাসনাগাঁও এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত মো. নাজমুল ফতুল্লা মডেল থানার শাসনগাঁও চাঁদনী হাউজিংয়ের মো. নুরুল ইসলামের পুত্র ও একই এলাকার মৃত আজগর সরদারের পুত্র আঃ রহমান (৪০)।

গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে ফতুল্লা মডেল থানার উপপরিদর্শক হুমায়ুন কবির (৩) জানান, শাসনগাঁও কলাবাগান সরদার বাড়ীর অতুল হোসেন নামক এক মুদি ব্যবসায়ীকে মারধরের ঘটনার মামলায় নাজমুল ও রহমান কে মঙ্গলবার রাতে গ্রেপ্তার করা হয়েছে।

মুদি ব্যবসায়ী অতুল হোসেন বাদী হয়ে সিয়াম, নাজমুল, রহমান, সবুজ ও ইব্রাহিম কে অভিযুক্ত করে মামলা দায়ের করেছে। সেই মামলায় তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে।

স্থানীয়রা জানান, বিসিক শাসনগাঁও এলাকার মাদক ব্যবসা, ছিনতাই, ইভটিজিংসহ নানা অপকর্মেও মূল হোতা গ্রেপ্তারকৃত নাজমুল। নাজমুলকে গ্রেফতার করায় এলাকায় অনেকটা স্বস্তি ফিরে এসেছে।

Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments

নারায়ণগঞ্জ মেইলে এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

সর্বশেষ