রিজভীর পকেটে ৫০ লাখ!

নারায়ণগঞ্জ মেইল: বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীকে ম্যানেজ করে মোটা অংকের টাকা খরচ করে বিএনপির সহ- অর্থনৈতিক বিষয়ক সম্পাদক কিনেছেন আড়াইহাজার উপজেলা বিএনপি’র সাবেক স্বঘোষিত সাবেক ভারপ্রাপ্ত সভাপতি প্রয়াত বিএনপি নেতা বদরুজ্জামান খসরুর পুত্র মাহমুদুর রহমান সুমন। এজন্য তাকে খরচ করতে হয়েছে প্রায় অর্ধ কোটি টাকা যার পুরোটাই গিয়েছে রুহুল কবির রিজভীর পকেটে। বিএনপির  বিশ্বস্ত সূত্রে এমনটাই জানা গেছে।

 

সূত্র জানায়, বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর সাথে রয়েছে সুমনের গভীর সম্পর্ক। প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পল্টন পার্টি অফিস থেকে শুরু করে সব জায়গাতেই রুহুল কবির রিজভীর সঙ্গে কাঁঠালের আঠার মতন লেগেই থাকেন সুমন। মূলত রুহুল কবির রিজভীকে ম্যানেজ করে মোটা অংকের টাকার বিনিময়ে বিএনপির সহ- অর্থনৈতিক বিষয়ক সম্পাদক পদ কিনেছেন সুমন।

 

নারায়ণগঞ্জে বিএনপির দলীয় কোনো কর্মসূচিতে সুমনের সক্রিয় উপস্থিতি তেমন একটা দেখা যায় না। এমনকি আড়াইহাজারের রাজনীতিতেও নেই তার কোন প্রভাব বিস্তার। মাঝে মাঝে দলীয় কিছু কর্মসূচি নিজের ছবি দিয়ে ব্যানার ফেস্টুন বানিয়ে তার ফ্যাক্টরি কর্মচারীদের দিয়ে ফটো সেশন করে থাকে। কিন্তু নয়াপল্টনে রিজভীর সঙ্গে হঠাৎ হঠাৎ ঝটিকা মিছিলে অংশগ্রহণ করতে দেখা যেত সুমনকে। রিজভী ঢাকার বাইরে কোথাও গেলে সহকারি হিসেবে সুমনকে নিয়ে যায় । আর সেইসব জায়গায় সুমনকে রিজভীর ব্যক্তিগত সহকারির মতোই কাজ করতে দেখা যায়। মূলত রিজভীকে ম্যানেজ করেই এ পদটি কিনেছেন সুমন।

 

তথ্য সূত্রে জানা যায়, বিএনপির ধর্ম বিষয়ক সম্পাদক প্রয়াত বদরুজ্জামান খসরুর পুত্র সুমন আড়াইহাজারের রাজনীতিতে নিষ্ক্রিয়। তার বাবার মৃত্যুর পর নিজেকে আড়াইহাজার উপজেলা বিএনপি’র স্বঘোষিত সভাপতি হিসেবে দাবি করেছিল সুমন। আড়াইহাজার বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের সাথে সুমনের নেই কোনো সম্পৃক্ততা। আড়াইহাজারে রাজনীতিতে তার নেই কোনো প্রভাব। নেই কোনো সক্রিয় নেতাকর্মী। কারন তার আপন চাচা আড়াইহাজারের সাবেক এমপি আতাউর রহমান আঙুর পর্যন্ত তার বিরুদ্ধে। বিগত ১৫ বছরে আড়াইহাজার বিএনপি নেতাকর্মীদের কোন খোঁজখবর নেয়নি সুমন। ফলে আড়াইহাজারে সুমনকে বিএনপির রাজনীতিতে ওয়ান ম্যান শো হিসেবে সবাই তাকে চিনে।

 

সূত্রে আরও জানা যায়, আগামী জাতীয় সংসদ নির্বাচনে তিনি এমপি নির্বাচন করবেন। বিগত সময়ে বিএনপি’র কোন পদ ছিল না সুমনের যা ছিল সব সাবেক। হঠাৎ করে বিএনপির একটি কেন্দ্রীয় পদ কিনে এখন নিজেকে আড়াইহাজারে জাহির করার চেষ্টা করছে সুমন আমি এখন কেন্দ্রীয় নেতা। কিন্তু সরকারের পদত্যাগসহ এক দফা দাবিতে বিএনপি’ দলীয় কর্মসূচিতে রাজপথে দেখা যায় তাকে। তবে মিডিয়ায় বিভিন্ন সময়ে প্রচারনা চালিয়ে নিজেকে জাহির করে রাখেন তিনি। কেন্দ্রীয় নেতা সুমনের আগামী দিনের বিএনপির আন্দোলন সংগ্রামে রাজপথে তার ভূমিকা কি তাই দেখতে চায় বিএনপি নেতাকর্মীরা।

 

এ বিষয়ে জানতে মাহমুদুর রহমান সুমনের মুঠোফোনে কল করা হলে তা বন্ধ পাওয়া যায়।

 

উল্লেখ্য- গত শনিবার (১৬ সেপ্টেম্বর) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব এড. রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়
বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-অর্থনৈতিক বিষয়ক সম্পাদক হলেন মাহমুদুর রহমান সুমন।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

নারায়ণগঞ্জ মেইলে এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

সর্বশেষ