অসাম্প্রদায়িক দেশ গড়তে আমরা কাজ করে যাচ্ছি: জোসেফ

নারায়ণগঞ্জ মেইল: শ্রী শ্রী শীতলা মায়ের মন্দিরে প্রতি বছরের ন্যায় এবারও শীতলা মায়ের বাৎসরিক পূজা অনুষ্ঠিত হয়। এ সময় মন্দিরের কার্যক্রম সঠিকভাবে পরিচালনা করার জন্য নতুন কমিটি গঠন করা হয়।


মঙ্গলবার ( ১৩ মে ) বিকালে শহরের মন্ডলপাড়া নিমতলা এলাকায় শ্রী শ্রী শীতলা মায়ের মন্দিরে আয়োজিত পূজা উদযাপন অনুষ্ঠানে কমিটির সভাপতি স্বপন দাসের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর ছাত্রদলের প্রতিষ্ঠাকালীন সভাপতি কেএম মাজহারুল ইসলাম জোসেফ।


এ সময় জোসেফ বলেন, যারা নতুন কমিটিতে এসেছেন তাদের প্রতি আমার শুভকামনা রইল, আপনাদের এই কমিটির মাধ্যমে অত্র মন্দিরের সেবা কার্যক্রম আরো গতিশীল হবে। বিগত সময়গুলোতে আমাদের নারায়ণগঞ্জে হিন্দু মুসলমান মিলেমিশে বসবাস করছে। কিন্তুু এক শ্রেণীর লোক আছে যারা এই অসাম্প্রদায়িক চেতনাকে উসকে দেয় নিজেদের স্বার্থ উদ্ধারের জন্য, এদের থেকে আমাদের সচেতন থাকতে হবে। এছাড়াও বর্তমানে সামাজিক যোগাযোগ মাধ্যম বিভিন্ন গুজব দেখা যাচ্ছে, আপনারা এইসব গুজবে কান দেবেন না।


তিনি আরো বলেন, “ধর্ম যার যার দেশ সবার”এই দেশে হিন্দু মুসলমান নিয়ে ভেদাভেদ করবেন না, সামগ্রিক ভাবে আমরা সবাই বাংলাদেশী। একটি পরিবারে যেমন বাবা,মা, ভাই, বোন মিলেমিশে থাকে, রাষ্ট্র কাঠামোতে ঠিক তেমনি হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খৃষ্টান, একই সুতায় গাঁথা। এক কথায় আমরা সবাই বাংলাদেশী। এখানে বৈষম্যের কোন জায়গা নেই। পরিশেষে তিনি এই সুন্দর আয়োজনের জন্য সবাইকে ধন্যবাদ জানান।


এ সময় উপস্থিত ছিলেন, মন্দির কমিটির উপদেষ্টা বাবু শংকর সাহা, সাধারণ সম্পাদক প্রনয় সাহা, সসভাপতি বাবুল সাহা, কোষাধ্যক্ষ শোভন দাস, সাংগঠনিক সম্পাদক বাদল সূত্রধর, দপ্তর সম্পাদক হৃদয় গোপ, যুগ্ম সাধারণ সম্পাদক বিষু সূত্রধর, সহ কোষাধ্যক্ষ শ্যামল কর্মকার, সহ সাংগঠনিক গোপাল গোপ, কার্যকরী সদস্য সঞ্জয় চক্রবর্তী, বংশাল পঞ্চায়েত কমিটির সহ সভাপতি ফিরোজ আহম্মেদ ধনু,
ডাইলপট্টির লোড আনলোড শ্রমিক ইউনিয়ন আহবায়ক, আব্দুর রহমান, দীলীপ ঘোস,সুজিত সাহা, জয় প্রমুখ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

নারায়ণগঞ্জ মেইলে এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

সর্বশেষ