ঘোষণার পরদিনই ১০ লাখ টাকার চেক প্রদান করলেন সেলিম ওসমান

নারায়ণগঞ্জ মেইল: নারায়ণগঞ্জের দুর্গোৎসব সফলভাবে আয়োজনের লক্ষ্যে ১০ লাখ টাকা প্রদানের ঘোষণা করে পর দিনই দশ লক্ষ টাকার চেক পূজা উদযাপন পরিষদ নেতৃবৃন্দের হাতে বুঝিয়ে দিলেন নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য একেএম সেলিম ওসমান। বৃহস্পতিবার (১৯ অক্টোবর) সকালে নারায়ণগঞ্জ জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক শিখন সরকার শিপনের হাতে এই চেক তুলে দেন তিনি।

 

এ সময় সনাতন ধর্মাবলম্বীদের প্রতিনিধি শিখন সরকার শিপন সাংসদ সেলিম ওসমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং নারায়ণগঞ্জ জেলা ও মহানগর পূজা উদযাপন পরিষদের পক্ষ থেকে শারদীয় শুভেচ্ছা জানান।

 

উল্লেখ থাকে যে, গত ১৮ অক্টোবর নারায়ণগঞ্জ জেলা ও মহানগর পূজা উদযাপন পরিষদের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা করেন নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য একেএম সেলিম ওসমান। এ সময় তিনি শারদীয় উৎসব সফলভাবে আয়োজনের লক্ষ্যে ব্যক্তিগত তহবিল থেকে ১০ লক্ষ টাকা অনুদান প্রদানের ঘোষণা দেন।

নারায়ণগঞ্জ মেইলে এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

সর্বশেষ