না‌সিম ওসমা‌নের জন্মবা‌র্ষিকী উপল‌ক্ষে ম‌নিরের উ‌দ্যো‌গে দোয়া

নারায়ণগঞ্জ মেইল: নারায়ণগঞ্জ-৫ আস‌নের চারবা‌রের নির্বা‌চিত সংসদস সদস‌্য প্রয়াত বীরমু‌ক্তি‌যোদ্ধা আলহাজ্ব না‌সিম ওসমান এর ৬৯ তম জন্মবা‌র্ষিকী উপল‌ক্ষে মিলাদ ও দোয়া মাহ‌ফিল অনু‌ষ্ঠিত হ‌য়ে‌ছে।

র‌বিবার (৩১ জুলাই) বাদ আসর পুরাতন জিমখানা কা‌দেরীয়া তৈয়‌্যবীয়া তা‌হেরীয়া মাদ্রাসায় মোঃ ম‌নির হো‌সে‌নের উ‌দ্যো‌গে এ মিলাদ ও দোয়া মাহ‌ফিল অনু‌ষ্ঠিত হয়।

দোয়া মাহ‌ফি‌লে নারায়ণগঞ্জ-৫ আস‌নের চারবা‌রের সংসদ সদস‌্য প্রয়াত বীর মু‌ক্তি‌যোদ্ধা আলহাজ্ব না‌সিম ওসমা‌নের রু‌হের মাগ‌ফিরাত কামনা ক‌রে দোয়া করা হয়। এছাড়া নাসিম ওসমা‌নের পত্নী পারভীন ওসমান, পুত্র আলহাজ্ব আজ‌মেরী ওসমান, পুত্রবধূ সাব‌রিনা ওসমান জয়া ও না‌তি আ‌লিফ ওসমা‌ন সহ ওসমান প‌রিবা‌রের সকল সদস‌্যদের সুস্বাস্থ কামনা ক‌রে দোয়া কামনা করা হয়।

দোয়া প‌রিচালনা ক‌রেন কা‌দেরীয়া তৈয়‌্যবীয়া তা‌হেরীয়া মাদ্রাসার প্রধান শিক্ষক মাওলানা মাঈনুল হাসান। এসময় আ‌রো উপ‌স্থিত ছি‌লেন আ‌রো উপ‌স্থিত ছি‌লেন মাদ্রাসার হেফজ প্রধান মোঃ হাবীবুর রহমান সহ মাদ্রাসার শিক্ষার্থীবৃন্দ ।

Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments

নারায়ণগঞ্জ মেইলে এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

সর্বশেষ