শহরের মীর জুমলা সড়কের অবৈধ স্থাপনা উচ্ছেদ

নারায়ণগঞ্জ মেইল: নারায়ণগঞ্জ শহরের মীর জুমলা সড়ক থেকে অবৈধ বাজার উচ্ছেদ করেছে প্রশাসন। মঙ্গলবার ৬ ফেব্রুয়ারি) সকালে শহরের দিগুবাবু বাজার এলাকায় মীর জুমলা সড়কটি অবৈধ হকার ও বাজার উচ্ছেদ অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট আরাফাত মোহাম্মদ নোমান। এ সময় উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত পুলিশ সুপার আমির খসরুসহ প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা।

ভারপ্রাপ্ত পুলিশ সুপার বলেন, নারায়ণগঞ্জে জনপ্রতিনিধিসহ সকলেরই ঐক্য মতে, যানজট, অবৈধ স্ট্যান্ড, হকার ও অবৈধ স্থাপনা উচ্ছেদে কাজ করছে প্রশাসন। তারই প্রেক্ষিতে গত তিনদিন ধরে নারায়ণগঞ্জের বিভিন্ন স্থাপনা উচ্ছেদে কাজ করছে প্রশাসন। ধারাবাহিকতায় মীর জুমলা সড়কটি থেকে আজ অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হচ্ছে। আগামীতেও এর ধারাবাহিকতা বজায় থাকবে তিনি জানান।

নারায়ণগঞ্জ মেইলে এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

সর্বশেষ