নারায়ণগঞ্জ মেইল: আগামী ২৮ আগস্ট অনুষ্ঠিতব্য নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতি নির্বাচনের প্রচারণায় বিএনপি প্রার্থীরা আচরণ বিধি লঙ্ঘন করছেন বলে অভিযোগ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী সমর্থিত প্যানেলের প্রার্থীরা। রবিবার (১৭ আগস্ট) নির্বাচনী প্রচারণাকালে এই অভিযোগ করেন প্যানেলের সাধারণ সম্পাদক পদপ্রার্থী এডভোকেট মাঈনউদ্দিন আহমেদ।
অ্যাডভোকেট মাঈনুদ্দিন বলেন, আচরণবিতে উল্লেখ আছে শুধুমাত্র আদালতপাড়ায় প্রচারণা করতে পারবে, কোনো ভোটারের বাড়িতে যাওয়া যাবে না কিন্তু বিএনপি প্যানেল গত শুক্রবার বন্দরে গিয়েছে এবং শনিবারে রূপগঞ্জে গিয়েছে। তাছাড়া শুধুমাত্র একটি প্যানেল পরিচিতি অনুষ্ঠান আয়োজনের বিধান থাকলেও বিএনপি প্যানেল প্রতিদিন অনুষ্ঠান করছে। প্রতিদিন আইনজীবীদের খাওয়াচ্ছে। এগুলো নির্বাচনী আচরণ বিধির সুস্পষ্ট লঙ্ঘন। আমরা নির্বাচন কমিশন বরাবর লিখিত অভিযোগ দায়ের করবো।
বাংলাদেশ জামায়াতে ইসলামী সমর্থিত বাংলাদেশ লইয়ার্স কাউন্সিল মনোনীত সবুজ প্যানেলের সভাপতি প্রার্থী এড. হাফিজ মোল্লা বলেন, এই বিচার অঙ্গনের উপর নির্ভর করে মানুষের শান্তি ও নিরাপত্তা। নির্বাচনের উদ্দেশ্য হলো এই আইন অঙ্গনে সুষ্ঠু ন্যায়বিচার প্রতিষ্ঠা করা। আইনজীবী ও বিচারকদের সমন্বয়ে একটি বিচার বেরিয়ে আসে। যদি আমরা জয় লাভ করি তাহলে বিচারক ও আইনজীবীদের সমন্বয়ে কিভাবে ন্যায়বিচার প্রতিষ্ঠা করা যায় সে ব্যাপারে সচেষ্ট হবো।
এসময় আরো উপস্থিত ছিলেন সিনিয়র সহ-সভাপতি পদপ্রার্থী এড. জাহাঙ্গীর দেওয়ান, সহ-সভাপতি এড. আব্দুল্লাহ আল মামুন, যুগ্ম সাধারণ সম্পাদক এড. আল-আমীন, কোষাধ্যক্ষ এড. ইস্রাফিল, আপ্যায়ন সম্পাদক এড. নিজাম উদ্দিন, লাইব্রেরী সম্পাদক এড. গোলাম সারোয়ার, ক্রীড়া সম্পাদক এড. ইমরান হোসেন, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক এড. মজিবুর রহমান, সমাজসেবা সম্পাদক এড. নূর-ই-আলম, আইন ও মানবাধিকার সম্পাদক এড. মাসুদুর রহমান, কার্যকরী সদস্য এড. গোলাম মোস্তফা, এড. আফরোজা জাহান, এড. রাকিবুল হাসান, এড. তাওফিকুল ইসলাম দিপু, এড. সাইফুল ইসলাম প্রমুখ।